Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছাত্রদের পথ দেখাতে মোটিভেশনাল সেমিনার ও বই প্রকাশ অনুষ্ঠান

অরুণ কুমার সাউ, পাঁশকুড়া: নব নবীন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ইউনিট এর পক্ষ থেকে মোটিভেশনাল ও কেরিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত হল পাঁশকুড়া বিদ্যাসাগর ভবনে। আজ ২০ এপ্রিল রবিবার প্রায় ৩০০ জন বিজ্ঞান বিভাগের ছাত্র- ছাত্রী এই স…

 

সুনিতা উইলিয়ামসকে নিয়ে লেখা বই প্রকাশ

অরুণ কুমার সাউ, পাঁশকুড়া: নব নবীন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ইউনিট এর পক্ষ থেকে মোটিভেশনাল ও কেরিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত হল পাঁশকুড়া বিদ্যাসাগর ভবনে। আজ ২০ এপ্রিল রবিবার প্রায় ৩০০ জন বিজ্ঞান বিভাগের ছাত্র- ছাত্রী এই সেমিনার অংশগ্রহণ করে। এদিনের সেমিনারে বিশেষ ভাবে উপস্থিতিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র, বিজ্ঞানী কাঞ্চন ভৌমিক, শিক্ষক সুজন বেরা সহ অন্যান্যরা।
বিজ্ঞানী পীযূষ কান্তি পট্টনায়েক

মোটিভেশনাল সেমিনারে  বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিরণ কুরবারে, চন্দন মন্ডল, শুভ্রজ্যোতি মুখার্জী , অরিন্দম সিনহা। এদিনের এই মোটিভেশনাল শিবিরে সংবর্ধনা দেওয়া হয় 'রক্তযোদ্ধা' সৌমেন গায়েন, বিজ্ঞান ক্ষেত্রে অবদানের জন্য পীযূষ কান্তি পট্টনায়েক। তিনি ইসরোর চন্দ্রযান ৩ মিশনের সাথে যুক্ত বিজ্ঞানী ।

সাহিত্যে ও লোকসংস্কৃতি গবেষণার ক্ষেত্রে  ভাস্করব্রত পতিকে। এদিনের এই অনুষ্ঠানে  "মহাকাশ বিজ্ঞানী ও মহাকাশচারী সুনিতা উইলিয়ামস" কে নিয়ে লেখা বিশিষ্ট শিক্ষাবিদ ভাস্করব্রত পতি মহাশয় এর বইয়ের শুভ উদ্বোধন করলেন আর এক মহাকাশ বিজ্ঞানী পাঁশকুড়ার গর্ব  পীযূষ কান্তি পট্টনায়ক মহাশয়। নব নবীন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ইউনিট এর পক্ষে  সেমিনার আহ্বায়ক শিক্ষক  আলোক মাইতি বলেন, ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ারের সঠিক দিশা দেখাতেই এই প্রচেষ্টা।