নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .....নানা কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলের এন এস এস ইউনিটের পক্ষ থেকে পালিত হলো ধরিত্রী দিবস। এই উপলক্ষ্যে বসে আঁকো ও আন্তঃবিদ্যালয় কুইজ প্রতি…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .....নানা কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলের এন এস এস ইউনিটের পক্ষ থেকে পালিত হলো ধরিত্রী দিবস। এই উপলক্ষ্যে বসে আঁকো ও আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা হয়।
পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজক বিদ্যালয়ের পাশাপাশি প্রতিবেশী স্কুলের ছাত্রছাত্রীও অংশ নেয় এদিনের অনুষ্ঠানে।প্রথম দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের রুপোর মেডেল, মানপত্র ও চারাগাছ দেওয়া হয়। কর্মসূচি আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন চককুমার এসোসিয়েশন ও মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
এদিনের কর্মসূচির মধ্য দিয়েই এন এস এস এর সাতদিনের স্পেশাল ক্যাম্প শুরু হয়।সাতদিন ধরে হবে অনুষ্ঠিত হবে নানান কর্মসূচী। প্রোগ্রাম অফিসার শিক্ষক মনিকাঞ্চন রায়ের নেতৃত্বে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের পক্ষে শুভেন্দু বিকাশ রায়, সুদীপ্তা দাস এন এস এস-এর তদারকি কমিটির মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনি সচেতনতা দপ্তরের আধিকারিক মহম্মদ মূর্তজা ও চককুমার এসোসিয়েশন কর্মকর্তা ত্রিদীপ চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট জনেরা।