Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বৈবাহিক অনুষ্ঠানে বসুন্ধরা দিবসে পরিবেশ বার্তা

নিজস্ব প্রতিবেদক,কেশিয়াড়ী....  ২২ এপ্রিল ছিল বসুন্ধরা দিবস। সারা বিশ্বে এই দিনটি সাড়ম্বরে পালিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ছাড়াও সরকরি ও বেসরকারি উদ্যোগে এই দিনটি পালন করা হয়েছে। এই বছরের থিম -'আমাদের শক্তি…

 


নিজস্ব প্রতিবেদক,কেশিয়াড়ী....  ২২ এপ্রিল ছিল বসুন্ধরা দিবস। সারা বিশ্বে এই দিনটি সাড়ম্বরে পালিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ছাড়াও সরকরি ও বেসরকারি উদ্যোগে এই দিনটি পালন করা হয়েছে। এই বছরের থিম -'আমাদের শক্তি, আমাদের গ্রহ'। এই থিম নিয়ে পরিবেশবিদরা নানাভাবে পালন করেছেন এই বিশেষ দিনটি। একটু আলাদাভাবে পালন করা হলো এক সামাজিক অনুষ্ঠানে।

     ২২ এপ্রিল মঙ্গলবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীর বাসিন্দা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ সতীশ পাল ও সহধর্মিনী শেফালী পালের একমাত্র পুত্র হোমিওপ্যাথি মেডিক্যাল অফিসার ডাঃ সায়ন্তন পাল এবং ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের অন্তর্গত বহড়াদাঁড়ি গ্রামের বাসিন্দা স্বাস্থ্যকর্মী মানস কুমার দে ও একমাত্র কন্যা ভূগোল বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরতা মেদিনীপুর কলেজের ছাত্রী পৌলমী দে'র বৈবাহিক অনুষ্ঠান। এমন এক দিনের কথা মাথায় রেখে সামাজিক অনুষ্ঠানে 'বসুন্ধরা দিবস'- পালনের উদ্যোগ নেন দুই শিক্ষক। একজন বেলিয়াবেড়া কেসিএম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা 'শিক্ষারত্ন' প্রাপক শিক্ষক সুব্রত মহাপাত্র। অপরজন এলাহিয়া হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাস। দুজনেই ভূগোল বিষয়ের শিক্ষক। সুব্রত মহাপাত্র সায়ন্তনের মামা। নরসিংহ সায়ন্তনের মাসতুতো জামাইবাবু। দুজনেই বিয়ে বাড়িতে আমন্ত্রিত ও সকাল থেকেই উপস্থিত ছিলেন। 

     বৈবাহিক অনুষ্ঠানে বসুন্ধরা দিবসকে  আলোকপাত করার কথা প্রথম মাথায় আসে নরসিংহ এর। সম্পর্কে মামা শ্বশুর সুব্রত মহাপাত্রকে নরসিংহ বিষয়টি জানানোর পর উনি উনার দুই ভাগ্নে জয়দীপ প্রধান ও সৌমাল্য প্রধান এবং ভাগ্নে বৌ শিক্ষিকা রীনা মাজি (প্রধান) কে 

সঙ্গী করে নেন। ২২এপ্রিল দিনটির গুরুত্ব বজায় রাখতে বরযাত্রীর পক্ষ থেকে ২২টি চারাগাছ নিয়ে হাজির হোন‌ কনে যাত্রীর বাড়ি বহড়াদাঁড়িতে।‌ ১০ টি মেহগনির চারা, ১০টি ফুলের চারা ও দুটি বিশেষ ফুল গাছের চারা তুলে দেন মানস বাবুর হাতে। সামাজিক অনুষ্ঠানে চারাগাছ প্রদান ও বসুন্ধরা দিবস পালনের এই বার্তাকে সাধুবাদ জানান বৈবাহিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।