Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঝাড়গ্রাম জেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'দিগন্তের দিশারী'র উদ্যোগে বাড়ি পেলেন নিঃসঙ্গ গৃহহীনা এক মা

নিজস্ব প্রতিবেদক, গোপী বল্লভপুর,ঝাড়গ্রাম.....এবছর গোড়ার দিকে সংগঠনের শীতকালীন কর্মসূচি সম্পন্ন করতে অসহায় পরিবারগুলোকে শীতের পোষাক উপহার দিতে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন দিগন্তের দিশারী'র সদস্যদের নজরে আসে গোপীবল্লভপুর-১নং ব্…

 


নিজস্ব প্রতিবেদক, গোপী বল্লভপুর,ঝাড়গ্রাম.....

এবছর গোড়ার দিকে সংগঠনের শীতকালীন কর্মসূচি সম্পন্ন করতে অসহায় পরিবারগুলোকে শীতের পোষাক উপহার দিতে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন দিগন্তের দিশারী'র সদস্যদের নজরে আসে গোপীবল্লভপুর-১নং ব্লকের সারিয়া অঞ্চলের উড়িষ্যার নিকটবর্তী পন্ডাছ্যাঁচা সংলগ্ন খাড়িয়া বস্তি এলাকায় বুধ ভক্তা নামক এক মা গৃহহীনা রয়েছেন। খবর নিয়ে জানা যায় স্বামী হারা এই মা একমাত্র ছেলে ও পরিবার নিয়ে যে মাটির বাড়িতে থাকতেন প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই বাড়িটি সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে গেছে। ছেলে ও তার পরিবার আশ্রয় নেয় শ্বশুর বাড়িতে। মায়ের দিন কাটে অন্যের বাড়ির উঠানে অথবা হাটচালায়। সদস্যদের কাছে খবর পেয়ে 'দিগন্তের দিশারী'র সভাপতি তথা সারিয়া ট্রাইব্যাল উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অঞ্জন জানা ও সম্পাদক জগন্নাথ মাহাত দ্রুত সংগঠনের বাকি সদস্যদের সাথে কথা বলে 'দিগন্তের দিশারী আবাস যোজনা প্রকল্পে' বুধ ভক্তাকে নিজেদের সাধ্যমতো একটি বাড়ি তৈরির করে দেওয়ার সিদ্ধান্ত নেন।


পরবর্তী কালে  সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সহযোগিতার আবেদন রাখলে ঘাটাল, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গ সহ বহু জায়গা থেকে অনেক শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি সদস্যদের মধ্য থেকে হারাধন সাউ ও শিবশঙ্কর বেরা মহাশয় সমস্ত অ্যাসবেসটস,  সিমেন্টের খুঁটি ও প্রয়োজনীয় সমস্ত কাঠ দিয়ে বিশেষভাবে সহযোগিতার বাড়িয়ে দিয়েছেন। যার ফল স্বরূপ বুদ্ধ পূর্ণিমার পূন্যলগ্নে বুধ ভক্তা মা'কে মাথার ওপর একটা ছাদ উপহার দিতে পারলো 'দিগন্তের দিশারী'।  পুরো কাজটি সফলভাবে সম্পন্ন হ‌ওয়ায় সভাপতি অঞ্জনবাবু দিগন্তের দিশারী'র সকল শুভাকাঙ্খী ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রকল্পটি সুন্দরভাবে তদারকি করে বাস্তবায়নের জন্য সম্পাদক জগন্নাথবাবু বিশেষভাবে ধন্যবাদ জানান সংগঠনের দুই সদস্য বিমল ও ধ্রুবেন্দুকে। প্রসঙ্গত উল্লেখ্য বুধ ভক্তা মাকে একটি নতুন শাড়ি এবং বুধ ভক্তা ও তার প্রতিবেশী তিনটি পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি, তেল, সাবান ও মশলাপাতি সহ কিছু রেশনদ্রব্য‌ও তুলে দেওয়া হয়েছে। পরিশেষে সকলের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়।