কবি তৌফিক হোসেনের একখানি কবিতার বই এবং আনোয়ারা বেগমের দুটি কাব্যগ্রন্থ। কবি তৌফিক হোসেনের হৃদয়নামা কাব্যগ্রন্থটি প্রকাশ করেন কবি-গল্পকার শাজাহান কবির ও কবি গৌতম মাহাতো এবং কবি আনোয়ারা বেগমের 'ভাসছে দেহ দমের ভেলায়' প্রক…
কবি তৌফিক হোসেনের একখানি কবিতার বই এবং আনোয়ারা বেগমের দুটি কাব্যগ্রন্থ। কবি তৌফিক হোসেনের হৃদয়নামা কাব্যগ্রন্থটি প্রকাশ করেন কবি-গল্পকার শাজাহান কবির ও কবি গৌতম মাহাতো এবং কবি আনোয়ারা বেগমের 'ভাসছে দেহ দমের ভেলায়' প্রকাশ করেন কবি রেফারেন্ড ড. আসাদ মসি ও অনুবাদ-সাহিত্যিক শৈবাল কুমার নন্দ এবং 'রূপসাগর' (দ্বিতীয় সংস্করণ) প্রকাশ করেন কবি-প্রাবন্ধিক তপন গাঙ্গুলী ও শিক্ষক মহম্মদ ওসওয়াতুল হাসানাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ড. আকবর আলি শাহ, সাহাদত মির্জা, মান্নান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত প্রাণ দান করে ছোট ছোট একঝাঁক ছেলেমেয়ে। ওদের ঐকান্তিক গান আবৃত্তি সহ চঞ্চল উপস্থিতি সমগ্র অনুষ্ঠানটিকে অন্য মাত্রা এনে দিয়েছিল।এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্যানুরাগী এলাকার মানুষ। নেড়াদেউলে কবি আনোয়ারা বেগমের বাড়িতে তাঁরই উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। যে উচ্চমার্গের আলোচনা হল তা অনেকেরই হৃদয়ে জায়গা করে নেবে এটুকু নিঃসন্দেহে বলাই যায়।