নিজস্ব প্রতিবেদক,গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম : সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী 'আমারকার ভাষা, আমারকার গর্ব '-এর পরিচালক মন্ডলী সদস্য সমাজকর্মী তন্ময় বক্সী ও তাঁর স্ত্রী গৃহবধূ নিবেদিতা বক্সীর ২২ ত…
নিজস্ব প্রতিবেদক,গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম : সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী 'আমারকার ভাষা, আমারকার গর্ব '-এর পরিচালক মন্ডলী সদস্য সমাজকর্মী তন্ময় বক্সী ও তাঁর স্ত্রী গৃহবধূ নিবেদিতা বক্সীর ২২ তম বিবাহ বার্ষিকী পালিত হলো একাধিক সমাজসেবা ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচির মধ্য দিয়ে।চেনা ছকের বাইরে গিয়ে সমাজসেবা ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করতে চেয়েছিলেন বক্সী দম্পতি।এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সুবর্ণরৈখিক পরিবার।বক্সী দম্পতির বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরির আর্থ কেয়ার পরিচালিত সবুজের পাঠশালার পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী,ক্রীড়া সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে ২২ টি চারাগাছ রোপন করা হয়।দুপুরে তন্ময়বাবুর উদ্যোগে সুবর্ণ রৈখিক পরিবারের সহযোগিতায় গোপীবল্লভপুর-১ নং ব্লকের সরবনী গ্রামে বাংলা থেকে ওড়িশা যাওয়ার রাস্তায় একটি 'জলসত্র'-এর সূচনা হয়।
সেখানে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়। পাশাপাশি এদিন বেলা এগারোটা নাগাদ গোপীবল্লভপুরে তন্ময় বাবুদের প্রতিষ্ঠান দুর্গা আইসক্রীম ফ্যাক্টরির সামনে আয়োজিত এক অনাড়ম্বর কর্মসূচির মাধ্যমে আর্থিক দিক থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের দুজন ছাত্রের জন্য পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এই কর্মসূচিগুলি রূপায়ণে বিভিন্ন সময় বিভিন্ন স্থান উপস্থিত ছিলেন তন্ময় বক্সী, নিবেদিতা বক্সী,মুরলীধর বাগ, গৌরসাধন দাস চক্রবর্তী, রাজীব ভূঞ্যা,সুমন মন্ডল,তপন দে, উত্তম কুমার কুইল্যা শুভাশীষ নায়েক,শান্তিদেব দে,নীলকমল জানা, নরসিংহ পৈড়া,সনুপ ঘোষ,সাধুচরণ কারক, সত্যবান ঘোষ,অজিত কুমার সুঁই প্রমুখ।
পাশাপাশি দুই বয়োজ্যেষ্ঠ সদস্য বঙ্কিমচন্দ্র পাল ও অরুণ কুমার মহাপাত্রের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে আসেন তন্ময় বাবু।সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষ থেকে বক্সী দম্পতিকে শুভেচ্ছা জানানো হয়।
তন্ময়বাবুকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি এহেন উদ্যোগ নেওয়ার জন্য গ্রুপের পরিচালক মন্ডলীর পক্ষে বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য সকলে ।