Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি প্রনামে স্বর আবৃত্তি মেদিনীপুর

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর .... 'সাদা ফুলে তাই দুটো মালা গাথি হয়েনা কখনো ভুল, একটা পরুন রবীন্দ্রনাথ আর একটা নজরুল।'বৈশাখ মাস মানে রবি মাস। আর তারপরে জ্যৈষ্ঠ মাসে নজরুল ইসলামের জন্মদিন। এমন সময়ে বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর .... 'সাদা ফুলে তাই দুটো মালা গাথি হয়েনা কখনো ভুল, একটা পরুন রবীন্দ্রনাথ আর একটা নজরুল।'বৈশাখ মাস মানে রবি মাস। আর তারপরে জ্যৈষ্ঠ মাসে নজরুল ইসলামের জন্মদিন। এমন সময়ে বিশিষ্ট আবৃত্তি শিল্পী শুভদীপ বসু পরিচালিত মেদিনীপুরের স্বনামধন্য আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান স্বর- আবৃত্তি উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য এই অনুষ্ঠানকে সামনে রেখে রবিবার স্বর-আবৃত্তি আয়োজিত রক্তদান শিবিরে ৩৮ জন রক্তদাতা রক্তদান করেন। সেদিন আয়োজন হয়েছিল আবৃত্তি, অংকন, হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতা।অনুষ্ঠানের সূচনায় সদ্য প্রয়াত রবীন্দ্র বিশেষজ্ঞ অনুত্তম ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেন সংস্থার পক্ষে দীপক বসু। তাঁর উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সংস্থার শিল্পীরা। ক্ষুদে শিল্পীদের আবৃত্তি নৃত্যের অনুষ্ঠান ছিল আকর্ষণীয়। জেলার জনপ্রিয় শিল্পী জয়ন্ত সাহা আলোক বরন মাইতি, অজন্তা দে প্রমুখরা সংগীত পরিবেশন করেন ।

আবৃত্তি পরিবেশন করেন অমিয় পাল, সুতনুকা মিত্র মাইতি, মোম চক্রবর্তী, কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়। কবিতা পাঠ করেন প্রদীপ দেব বর্মন ও বিদ্যুৎ পাল । মেদিনীপুর ডান্সার্স ফোরাম ও কলাভৃতের নৃত্য শিল্পীদের অনুষ্ঠান ছিল অনবদ্য।সংস্থার সিনিয়র ছাত্রী পলি পাহাড়ি ,শিবানী পাল, সুপর্ণা ব্যানার্জি,সুপর্ণা কোলে,প্রাঞ্জলী দাস,মধুশ্রী ঘোষ, সাখি বন্দ্যোপাধ্যায়, কণিকা ধর ,মিঠু মান্না সহ সকল অভিভাবক-অভিভাবিকারা এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু। এ বছরের স্বর আবৃত্তির শিক্ষার্থী মাধ্যমিকে শুভজিৎ খান ৯৬ শতাংশ নম্বর পাওয়ায় তাকে সম্বর্ধিত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস ,মালবিকা পাল, স্বস্তি মুখার্জি ,রথীন দাস, চিত্তরঞ্জন দাস,সোমা চট্টরাজ, এর মত প্রমুখ ব্যক্তিরা।প্রতিষ্ঠানের অধ্যক্ষ শুভদীপ বসু বলেন,"দুদিনের কবি প্রণাম অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন করার চেষ্টা করছি।শহরবাসী প্রতিমুহূর্তে আমাদের পাশে ছিল। সকলের কাছে আমরা কৃতজ্ঞ।" আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মনীষা বসু ও দীপা বসু।