নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... মেদিনীপুর শহরের ডিরোজিও নগরে অবস্থিত শিশু শিক্ষায়তন লিটল্ নেস্ট ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরের খেয়া'র যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র নিলয় সভাগৃহে ঘরোয়া…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... মেদিনীপুর শহরের ডিরোজিও নগরে অবস্থিত শিশু শিক্ষায়তন লিটল্ নেস্ট ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরের খেয়া'র যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র নিলয় সভাগৃহে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হলো কবি প্রণাম অনুষ্ঠান। রবীন্দ্রনাথ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষে সবাইকে স্বাগত জানান অধ্যক্ষা ইন্দ্রানী অধিকারী। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে।
পাশাপাশি অতিথি শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেন। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী শ্যামলী সাহা,বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল, চিকিৎসক ডাঃ বি বি মন্ডল,ছড়াকার বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা প্রমুখ।
অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন রথীন দাস,মিতালী সিনহা, সোমা চট্টরাজ, দেবলীনা সাহা প্রমুখ। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মিতালী সিনহা।