Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যৌথ উদ্যোগে রবীন্দ্র-নজরুল স্মরণ

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর জেলা শহরের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন গুলির যৌথ মঞ্চে ' রবীন্দ্র -নজরুল সমারোহ' সমিতির উদ্যোগে উদ্যোগে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিনে নানা ধরনের কর্মসূচি সহযোগে পালিত হলো &…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর জেলা শহরের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন গুলির যৌথ মঞ্চে ' রবীন্দ্র -নজরুল সমারোহ' সমিতির উদ্যোগে উদ্যোগে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিনে নানা ধরনের কর্মসূচি সহযোগে পালিত হলো 'রবীন্দ্র -নজরুল স্মরণ ' অনুষ্ঠান।

এই মনোজ্ঞ অনুষ্ঠানে শহরের অগ্রণী সাংস্কৃতিক সংস্থাগুলি অংশগ্রহণ করে।সংগীতে পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী রথীন দাস, অমৃতা ঘোষাল, সুমেধা বন্দ্যোপাধ্যায়, অজন্তা জানা, সুশান্ত পালধী, ঝুমা দেব, আবৃত্তি পরিবেশন করেন কেয়া সেন, অনিন্দিতা শাসমল,

পাপিয়া মণ্ডল,আবৃত্তি কলাকেন্দ্রের শিল্পীরা এবং নৃত্য পরিবেশন করেন নটরাজ ড্যান্স সার্কেল, কালিকা নৃত্যালয়, নৃত্যাঙ্গন ও রবিসপ্তকের শিল্পীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক বিমল গুড়িয়া, প্রাবন্ধিক কামরুজ্জামান, বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব দিলীপ চক্রবর্তী, বাবুলাল শাসমল,নাট্যকার জয়ন্ত চক্রবর্তী, চিত্রশিল্পী প্রদীপ কুমার বসু, প্রধান শিক্ষিকা সুনন্দা ঘোষাল, সুরেশ পড়িয়া, সংস্কৃতি কর্মী মোম চক্রবর্তী, বুবুন সরকার, নবনীতা দাস,মেহুলী দেবনাথ প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী অর্ণব বেরা।