Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জব কার্ড রক্ষা করো, কাজের অধিকার আদায় করো

নিজস্ব প্রতিবেদক,ডেবরা, পশ্চিম মেদিনীপুর ......'জব কার্ড রক্ষা করো, কাজের অধিকার আদায় করো'।এই শ্লোগানকে সামনে রেখে সিপিআইএমের আহ্বানে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমবেত হলেন বেশ কয়েক হাজার মানুষ ।মানুষের জমায়েতে …


নিজস্ব প্রতিবেদক,ডেবরা, পশ্চিম মেদিনীপুর ......'জব কার্ড রক্ষা করো, কাজের অধিকার আদায় করো'।এই শ্লোগানকে সামনে রেখে সিপিআইএমের আহ্বানে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমবেত হলেন বেশ কয়েক হাজার মানুষ ।মানুষের জমায়েতে একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়ে ডেবরা বিডিও অফিস। জব কার্ড রক্ষা করো,কাজের অধিকার আদায় করো ' এই দাবিতে ১৪ টি অঞ্চলের জন্য ১৪ টি ক্যাম্পে কাজের দাবিতে চললো ৪/ক ফর্ম পূরণ।

ফর্ম পূরণের পর রিসিভ করিয়ে নেওয়া হলো বিডিও অফিস থেকে। গোটা পক্রিয়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সিপিআইএম কর্মীরা। মানুষের ভিড় একসময় বিডিও অফিসে জায়গা না পেয়ে পাশেই বালিচক ভজহরি স্কুলের মাঠ পর্যান্ত চলে যায়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল,প্রাণকৃষ্ণ মন্ডল, চন্দন গুছাইত, সুভাষ দে, অমলেশ বসু,ডালিয়া ভট্টাচার্য ,সুমিত অধিকারি,চিত্ত পাল ,নলিন হেমরম সহ অন্যান্য নেতৃবৃন্দ।বাম ছাত্র যুব কর্মীরা এই কর্মসূচি রূপায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।