Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজারবাগানে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন ৫১ জন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...মেদিনীপুর সদর ব্লকের রাজারবাগান গ্রামের বিশিষ্ট সমাজকর্মী ইয়ারত খাঁনের বিশেষ উদ্যোগে এবং রাজারবাগান গ্রামীণ সমাজ কল্যাণ পরিষদ ও পশ্চিম মেদিনীপুর থ্যালাসেমিয়া হিমোফেলিয়া গার্ডিয়ান সোসাইটির সহযোগি…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...মেদিনীপুর সদর ব্লকের রাজারবাগান গ্রামের বিশিষ্ট সমাজকর্মী ইয়ারত খাঁনের বিশেষ উদ্যোগে এবং রাজারবাগান গ্রামীণ সমাজ কল্যাণ পরিষদ ও পশ্চিম মেদিনীপুর থ্যালাসেমিয়া হিমোফেলিয়া গার্ডিয়ান সোসাইটির সহযোগিতায় রাজারবাগান গ্রামের আমতলার চকে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই শিবিরে ৩২ জন মহিলা সহ মোট ৫১ জন রক্তদাতা রক্তদান করেন।

টেকনিক্যাল কারণে ২০ জন রক্তদাতা ফিরে যান। এদিনের শিবিরে সর্বকনিষ্ঠা রক্তদাতা হিসেবে রক্তদান করেন সদ্য উচ্চ-মাধ্যমিক পাশ করা ছাত্রী সুরেশনা খাতুন।এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন স্থানীয় চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, গ্রামীণ পরিষদের সভাপতি মুক্তার খাঁন, সম্পাদক নেজু আলি খাঁন, সমাজসেবী কামাল হোসেন মন্ডল,মুসা আলি খাঁন ,আনিসুদ্দিন জলা, বরজাহান খাঁন,রাজেশ খাঁন, সুরজিৎ খাঁন(বিট্টু), মজাহার জলা, সোলেমান মন্ডল,সেক রুবেল  সহ অন্যান্যরা।

উপস্থিত ছিলেন থ্যালাসেমিয়া সোসাইটির প্রতিনিধিরাও।উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত নাগরিকদের এবং পাকিস্তানের সেনাবাহিনীর আক্রমণে নিহত ভারতীয় সেনা জওয়ান ও নাগরিকদের শ্রদ্ধা জানান। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় মূখ্য আয়োজক ইয়ারত খাঁন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।