নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর .... বিশিষ্ট আবৃত্তি শিল্পী শুভদীপ বসু পরিচালিত মেদিনীপুরের স্বনামধন্য আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান স্বর- আবৃত্তি তাদের কবি প্রণাম অনুষ্ঠানকে সামনে রেখে রবিবার বিদ্যাসাগর হলে আয়োজন করলো রক্তদা…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর .... বিশিষ্ট আবৃত্তি শিল্পী শুভদীপ বসু পরিচালিত মেদিনীপুরের স্বনামধন্য আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান স্বর- আবৃত্তি তাদের কবি প্রণাম অনুষ্ঠানকে সামনে রেখে রবিবার বিদ্যাসাগর হলে আয়োজন করলো রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সকাল থেকে আবৃত্তি,অংকন, হাতের লেখা, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রীবৃন্দ। রক্তদানে করেন ৩৮ জন রক্তদাতা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, বিশিষ্ট উদ্যোগপতি মদনমোহন মাইতি ,বজরঙলাল আগরওয়াল, সঙ্গীতশিল্পী বিশ্বেশ্বর সরকার, শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র, ছড়াকার বিদ্যুৎ পাল প্রমুখ।বিধায়ক সুজয় হাজরা বলেন ,"একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের এই সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রক্তদান নিয়ে নিজের লেখা ও সুরে সংগীত পরিবেশন করেন বিশ্বেশ্বর সরকার, আবৃত্তি পরিবেশন করেন অখিল বন্ধু মহাপাত্র। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন স্বাগতা পান্ডে, অনিন্দিতা শাসমল ,রত্না দে ,ইন্দ্রানী দাসগুপ্ত, কুমারেশ দে, মনিকাঞ্চন রায়, নরসিংহ দাস, রাহুল নন্দী, রুদ্রপ্রসাদ বেরা প্রমুখ
সংস্থার সিনিয়র ছাত্রী পলি পাহাড়ি ,শিবানী পাল, সুপর্ণা ব্যানার্জি ,সুপর্ণা কোলে , প্রাঞ্জলী দাস,মধুশ্রী ঘোষ, সাখি বন্দ্যোপাধ্যায়, কণিকা ধর ,মিঠু মান্না সহ সকল অভিভাবক-অভিভাবিকারা এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রক্তদানের সাথে একটি মনোজ্ঞ কুইজ পরিচালনা করেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এছাড়াও উপস্থিত ছিলেন সুদীপ কুমার খাঁড়া,মৃত্যুঞ্জয় সামন্ত, সুমন চ্যাটার্জি ,শুভ রাজ আলি খান সহ অনেক গুনি মানুষ রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন। রক্তদান শিবিরে প্রথমবার রক্তদান করেছেন এরকম রক্ত দাতার সংখ্যাও ছিল অনেক। মনীষা বসু বলেন," আমি প্রথমবার রক্ত দিলাম ।এক অসাধারণ অনুভূতি"। আশা করছি প্রত্যেকবারেই এরকম মহৎ কাজে নিজেকে এগিয়ে আনার সুযোগ পাবো।"স্বর আবৃত্তির অধ্যক্ষ শুভদীপ বসু বলেন,"এই নিয়ে আমাদের রক্তদান শিবিরের পঞ্চম বর্ষ।
কবি প্রণামকে সামনে রেখে আমরা এই এই শিবির করলাম। এর সাথে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আগামী ১৩ তারিখ বিদ্যাসাগর হলে কবি প্রণাম অনুষ্ঠানে আপামর শহরবাসীকে আমরা স্বাগত জানাই।" আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দীপক বসু ও দীপা বসু।