নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর... বৃহস্পতিবার কলকাতার বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের উপর শাসক দলের দুষ্কৃতীবাহিনী আক্রমণ ও পুলিশী নির্যাতনের বিরুদ্ধে এবং চাকরি হারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকুরিতে পুনর্বহাল…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর... বৃহস্পতিবার কলকাতার বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের উপর শাসক দলের দুষ্কৃতীবাহিনী আক্রমণ ও পুলিশী নির্যাতনের বিরুদ্ধে এবং চাকরি হারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে মেদিনীপুরে পথে নেমে ধিক্কার মিছিলে শামিল হলো বামপন্থী ছাত্রযুব ও শিক্ষক সংগঠনগুলি।
এদিন শিক্ষক সংগঠন এবিটিএ, এবিপিটিএ, ছাত্র সংগঠন এস এফ আই,যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় এবিটিএ-এর জেলা দপ্তর রবীন্দ্রনগরের গোলকপতি ভবন থেকে বিক্ষোভ মিছিল বেরিয়ে ক্ষুদিরাম মোড়, কেরানিতলা, বটতলা, গোলকুঁয়াচক,কলেজ রোড় হয়ে পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে শেষ হয়। এরমাঝে কিছুটা সময়ের জন্য কেরানিতলা ও গোলকুঁয়াচকে পথ অবরোধ হয়।পঞ্চুর চকে পথপভা হয়। পথসভার বক্তব্য রাখেন এস এফ আই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।
এদিনের মিছিলে আয়োজক সংগঠন গুলির নেতৃত্ব,কর্মী সমর্থকদের পাশাপাশি শিক্ষানুরাগী মানুষ যোগ দেন। মিছিলে নেতৃত্ব দেন শিক্ষক নেতা জগন্নাথ খান,শ্যামল ঘোষ,সুরেশ পড়িয়া,অমিত পাত্র, ছাত্রযুব নেতৃত্ব দেবাঞ্জন দে, সুমিত অধিকারী,রণিত বেরা, সুকুমার মাজি, শুভদীপ সেন প্রমুখ।