Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরের সারদা পল্লীতে রবীন্দ্র-নজরুল স্মরণ

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর :
মেদিনীপুর শহরর ৯ নং ওয়ার্ডের সারদাপল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান।কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ওয়ার্ডে…

 নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর :


মেদিনীপুর শহরর ৯ নং ওয়ার্ডের সারদাপল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান।কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানে একক ও সমবেত সঙ্গীত, একক ও সমবেত নৃত্য, আবৃত্তি, বংশীবাদন সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়।

এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায়  জন্য কমিটির সভাপতি শিশির ত্রিপাঠী, সম্পাদক আনন্দ দাস, কোষাধ্যক্ষ সৌগত অধিকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ পাত্র ও সুরজিৎ সরকার। কাউন্সিলর সৌরভ বসু এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য উন্নয়ন সমিতির প্রশংসা করেন।