Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গোয়ালতোড়ে সৃষ্টি ডান্স একাডেমীর উদ্যোগে রবীন্দ্র -নজরুল স্মরণ

নিজস্ব প্রতিবেদক,গোয়াল তোড, পশ্চিম মেদিনীপুর....... পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে সৃষ্টি ডান্স একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত সাড়ম্বরে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। সৃষ্টি ড্যান্স একাডেমী আয়োজিত এই অনুষ্ঠানের পরিচালনায় ও …

 


নিজস্ব প্রতিবেদক,গোয়াল তোড, পশ্চিম মেদিনীপুর....... পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে সৃষ্টি ডান্স একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত সাড়ম্বরে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। সৃষ্টি ড্যান্স একাডেমী আয়োজিত এই অনুষ্ঠানের পরিচালনায় ও অনুষ্ঠানের মূল ভাবনায় ছিলেন একাডেমীর কর্ণধার নৃত্যশিল্পী অধ্যাপিকা পায়েল পাত্র।

   বৃষ্টিস্নাত সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে গোয়ালতোড় তথা পাশাপাশি এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। 


  খোলা মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অধ্যক্ষা পায়েল পাত্র  ও উপস্থিত অতিথিবৃন্দ।


   উপস্থিত গুণীজনদের বরণের পর মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন, বিশিষ্ট শিক্ষক ও কবি দেবীপ্রসাদ পাঁজা। তিনি তার বক্তব্যে, এই কঠিন সময়ে দুই মহান কবির চিন্তাধারার গুরুত্ব ও সৃষ্টি ড্যান্স একাডেমীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক চিন্টু নন্দী,শিক্ষক কল্যাণ রায়, শিক্ষক দীনেশ পাঁজা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রঞ্জিত মন্ডল।  মঞ্চসজ্জায় ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী অভিজিৎ পাত্র।


  উদ্বোধনী সংগীত থেকে শুরু করে গোটা অনুষ্ঠানে কয়েকশো ছাত্রছাত্রীর চোখ ধাঁধানো রবীন্দ্র-নজরুল নৃত্য ছিল চোখে পড়ার মত। সমবেত নৃত্য,কবিতা কোলাজ, একক নৃত্যে একাডেমীর ছাত্রছাত্রীর এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয় এলাকাবাসীদের।


   সৃষ্টি ড্যান্স একাডেমীর কর্ণধার অধ্যাপিকা পায়েল পাত্র জানান, ছাত্রছাত্রীদের অভিভাবকদের তথা এলাকাবাসীদের সহযোগিতায় তিনি আপ্লুত ও অভিভূত। তিনি আরো বলেন সকলের সহযোগিতায় আগামীদিনেও তিনি এইধরনের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করবেন।


  তিনি বলেন, এলাকায় শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে সাংস্কৃতিক চর্চার আরও প্রসার ঘটাতে তাঁর একাডেমী সাধ্যমত চেষ্টা করবে।