নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :মেদিনীপুর সিটি কলেজের মাইক্রোবায়োলজি পরীক্ষাগারে ব্যাকটেরিওফেজ -এর একটি নতুন প্রজাতি চিহ্নিত করা হয়েছিল ২০২৩ সালে। যেটি মেদিনীপুর সিটি কলেজের প্রথিতযশা বিজ্ঞানী অধ্যাপক কুন্তল ঘোষের একান্ত ব্যক্তিগত…
![]() |
মেদিনীপুর সিটি কলেজ। |
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :
মেদিনীপুর সিটি কলেজের মাইক্রোবায়োলজি পরীক্ষাগারে ব্যাকটেরিওফেজ -এর একটি নতুন প্রজাতি চিহ্নিত করা হয়েছিল ২০২৩ সালে। যেটি মেদিনীপুর সিটি কলেজের প্রথিতযশা বিজ্ঞানী অধ্যাপক কুন্তল ঘোষের একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় ২০২৩ সালেই আন্তর্জাতিক জার্নাল
'ভাইরোলজি' (Virology) তে স্থান লাভ করেছিল।
চিহ্নিত ব্যাকটেরিওফাজটির নামকরণ করা হয়েছিল AHPMCC7 । ব্যাকটেরিওফাজটি মাল্টি ড্রাগ প্রতিরোধী অ্যারোমোনাস হাইড্রোফিলা নামক ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মারতে পারে যেটি চিংড়ির (লিটোপেনিয়াস ভেনামি) রোগ সৃষ্টি করে এবং চিংড়ি চাষের ব্যাপক হারে মৃত্যুর জন্য দায়ী। সম্পূর্ণ জিনোম সিকুয়েন্স বিশ্লেষণ করে দেখা গেছে যে, অ্যারোমোনাস সংক্রমক ব্যাকটেরিওফেজ AHPMCC7 আহফুনাভাইরাসগণের একটি নতুন প্রজাতি।
অতি সম্প্রতি ২০২৫ বর্ষের রিপোর্টে ভাইরাসের শ্রেণীবিন্যাস সংক্রান্ত আন্তর্জাতিক কমিটি (ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অফ ভাইরাস বা ICTV) যারা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ভাইরাসের শ্রেণীবিন্যাস এবং নামকরণের অনুমোদন নিয়ে সংগঠিত করে, মেদিনীপুর সিটি কলেজের মাইক্রোবায়োলজি পরীক্ষাগারে প্রাপ্ত ভাইরাসের এই প্রজাতিটিকে 'নতুন প্রজাতি' হিসেবে মান্যতা দেয় এবং তাদের ডাটাবেসে অন্তর্ভুক্ত করেন।
![]() |
অধ্যাপক কুন্তল ঘোষ। |
সম্পূর্ণ এই গবেষণা কর্মটি মেদিনীপুর সিটি কলেজের বাঙালি বিজ্ঞানী ও মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ অধ্যাপক কুন্তল বাবুর মহতী প্রচেষ্টায় সংঘটিত হয়। গবেষণা কর্মটিকে বিশেষ অগ্রসর করেছেন কুন্তল বাবুর গবেষিকা ছাত্রী স্মিতা ঘোষ। ভাইরাসের এই নতুন প্রজাতির আবিষ্কার তথা ভাইরাসের শ্রেণীবিন্যাস সংক্রান্ত আন্তর্জাতিক কমিটিতে তার আবিষ্কার মান্যতা প্রাপ্ত হওয়ায় গবেষণাকর্মের মূল দিশারী অধ্যাপক কুন্তল বাবুর সংযোজন, "ব্যাকটেরিওফাজ AHPMCC7 চিংড়ির রোগ সৃষ্টিকারী অ্যারোমোনাস হাইড্রোফিলার ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে পারে এবং চিংড়ি চাষ যে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল, সেটার অনেকটাই কমবে। ICTV এবং ভাইরোলজি দ্বারা এই কাজটির স্বীকৃতিতে আমি খুবই খুশি। এই কাজটি ব্যাকটেরিওফাজ নিয়ে মাল্টি ড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার আগ্রহকে আরো বেশি পরিমাণ উৎসাহ প্রদান করবে।" তাদের এই সুদীর্ঘ বছর ধরে চলা গবেষণালব্ধ কর্মটি মেদিনীপুর সিটি কলেজের নিজস্ব অর্থানুকূল্যে সংগঠিত হয়েছে।
![]() |
গবেষিকা ছাত্রী স্মিতা ঘোষ। |
এই গবেষক দলে ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তী এবং প্রতিষ্ঠানের পুষ্টিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা শ্রাবণী প্রধান। আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠানের খ্যাতনামা অধ্যাপকের এই সাফল্যে স্বভাবতই খুশি অধ্যাপক থেকে পড়ুয়া সকলেই। মহাবিদ্যালয়ের কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষের কথায়, " আমাদের গবেষক সহায়ক পরীক্ষাগারে এই ধরনের নিত্য- নতুন আবিষ্কার সত্যিই সাফল্যের।
![]() |
মেদিনীপুর সিটি কলেজ। |
বিশেষ করে বিজ্ঞানের পরীক্ষাগারগুলোতে এই ধরনের ভাইরাসের উদ্ভাবন চিংড়ি চাষের হাত থেকে রক্ষা করতে পারে তা কুন্তল বাবুর গবেষণায় নিজস্ব প্যারামিটারে তিনি সেটি দেখিয়েছেন। তাঁর গবেষণা আন্তর্জাতিক মান প্রাপ্ত হয়েছে। গবেষণার সাথে যুক্ত গবেষক ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।"