Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা.

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী অঙ্কন, লোকনৃত্য ও যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রয়্যাল একাডেমি স্কুলের অডিটোরিয়ামে‌। এরমধ্যে শম্ভুনাথ মল্লিক স্মৃতি সারা বাংলা দ্বি-স্তর…


 নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী অঙ্কন, লোকনৃত্য ও যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রয়্যাল একাডেমি স্কুলের অডিটোরিয়ামে‌। এরমধ্যে শম্ভুনাথ মল্লিক স্মৃতি সারা বাংলা দ্বি-স্তর অঙ্কন প্রতিযোগিতা চারটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত হয় দিলীপ হাজরা স্মৃতি সারা বাংলা দ্বি- স্তরীয় লোকনৃত্য প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় অনুর্ধ্ব  আট ,অনুর্ধ্ব  চৌদ্দ ও অনুর্ধ্ব আঠারো বছর এই তিন বিভাগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। এই প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কিত করেন মেদিনীপুরের বিশিষ্ট নৃত্য গুরু রাজীব খাঁন,নবনীতা বোস ও শেষাদ্রী মিশ্র ।




পাশাপাশি স্নেহেশ শুর স্মৃতি সারা বাংলা দ্বি-স্তর যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিন দিন তিন শতাধিক ছাত্র ছাত্রী জেলার বিভিন্ন প্রান্তের স্কুল, ক্লাব থেকে  অংশগ্রহণ করে।


জেলা প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী সকলকে সংস্থার পক্ষ থেকে সংশাপত্র ও সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। এই তিনটি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় সমস্ত বিভাগের প্রথম তিন জনকে। যোগাসন প্রতিযোগিতা  উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া র কার্যকারী সভাপতি প্রণব চক্রবর্তী।


পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন সংস্থার বিচারক বৃন্দ এই যোগাসন প্রতিযোগিতায় বিচারকার্য করেন। এখান থেকে নির্বাচিত প্রথম তিন জন আগামী ১৩ জুলাই কোলকাতার বিধান শিশু উদ্যানে রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজারা, ডি এম ও আয়ুষ ডাঃ রমেন কুমার বর্মন, প্রশান্ত কুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সভাপতি সত্যব্রত দোলই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আলোক কুমার পাল ও রূপম দাস।