Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে হুল দিবসে নান্দাড়িয়া স্কুলে রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ...বছরভর নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষ।এই উপলক্ষ্যে সোমবার হুল দিবসের দিনে চিকিৎসক দি…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ...বছরভর নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষ।এই উপলক্ষ্যে সোমবার হুল দিবসের দিনে চিকিৎসক দিবসের প্রাক্কালে স্কুলের উদ্যোগে প্রথম বারের জন্য অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।

শিবিরের চারজন মহিলা সহ মোট ৫৩ জন রক্তদাতা রক্তদান করেন। শিবির শুরুর আগে সিধু,কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধান শিক্ষক শুদ্ধদেব চট্টোপাধ্যায় সহ উপস্থিত অতিথিবৃন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। শিবিরে  সবাইকে স্বাগত জানান প্রধান শিক্ষক শুদ্ধদেব চট্টোপাধ্যায়।

রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, রামনগর জুনিয়র হাইস্কুলের শিক্ষক অভিজিৎ দে,শালবনী পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষাব্রতী মেহেরাজ আলি, বিদ্যালয়ের সভাপতি মহম্মদ কামারুজ্জামান, সদস্য শেখ মহম্মদ আলম, প্রাক্তন সভাপতি সমীর মাহাতো, প্রাক্তন সদস্য গোপাল মাহাতো,পরিচালন সমিতির সদস্যগণ। ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা। চারজন বর্তমান ছাত্রছাত্রী,প্রাক্তন ছাত্রছাত্রীগণ, বিদ্যালয়ের শুভানুধ্যায়ীগণ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা রক্তদান করেন। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে রক্তদান করেন অভিষেক দে, স্বরজিৎ বিশুই,নবমিতা দাস প্রমুখ।রক্তদান করেন বাল্য বিবাহ রুখে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের 'বীরাঙ্গনা' পুরস্কার জয়ী ছাত্রী মিঠু রায়।নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে উপস্থিত হওয়ায় জনা দশেক রক্ত দাতা রক্ত দিতে পারেন নি। উল্লেখ্য শিবির সফল করতে এবং রক্তদান নিয়ে সচেতনতা বাড়াতে বিদ্যালয় সংলগ্ন গ্রাম গুলিতে প্রচার চালিয়েছিলেন প্রধান শিক্ষকসহ শিক্ষক- শিক্ষিকারা।

তাদের প্রয়াস সফল হওয়ায় খুশি দীপান্বিতা ঘোষ, অভিষেক দে, স্বরজিৎ বিশুই,অমিয় মহন্ত সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষিকা দীপান্বিতা ঘোষ জানান, সকলের সহযোগিতায় এই শিবির সফল করতে পেরে তাঁরা খুশি।শিবিরে সফল হওয়ার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুদ্ধদেব চট্টোপাধ্যায়।