অরুন কুমার সাউ, এগরা: মাছে ভাতে বাঙালি, আর ইলিশ হলে তো কথাই নেই। অথচ আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যাদের কাছে ইলিশ মাছ খাওয়াটা স্বপ্নের মত। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে প্রান্তিক মানুষের ভাতের থালা ভরলো মরসুমের ইলিশ ও…
অরুন কুমার সাউ, এগরা: মাছে ভাতে বাঙালি, আর ইলিশ হলে তো কথাই নেই। অথচ আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যাদের কাছে ইলিশ মাছ খাওয়াটা স্বপ্নের মত। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে প্রান্তিক মানুষের ভাতের থালা ভরলো মরসুমের ইলিশ ও আমে। এই উদ্যোগ গ্রহণ করেছিল এগারার উই কেয়ার ফাউন্ডেশন।মরসুমের ইলিশ পৌঁছে গেল প্রান্তিক মানুষের পাতে। এদের কেউ চাইলে এক টুকরা ইলিশও কিনতে পারবেন না। অনেক গরিব মানুষ রয়েছে যারা বছরে এক টুকরা ইলিশ খেতে পান না। তাদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব মাটির থালা বাটিতে রাজার হালে ভোজন করানো হলো ২০ জন প্রান্তিক মানুষদের। মরসুমের ইলিশের স্বাদ পেয়ে খুশি এই সব মানুষজন।
এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অন্নপূর্ণা গিরি, দেবারতি দাস, সৌমেন সামন্ত, সাহেব মাইতি, নন্দ গোপাল প্রামাণিক সহ অন্যান্যরা । সংস্থার পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জি জানান “মধ্যবিত্ত থেকে বিত্তবান মানুষের মধ্যেই ইলিশ আটকে থাকে, কিন্তু ভালো খাবার স্বাদ পাওয়ার অধিকার সমস্ত মানুষের রয়েছে।তাই প্রান্তিক মানুষের কাছে আমাদের ক্ষুদ্র চেষ্টা দিয়ে বছরে একবার ইলিশের স্বাদ ওদের কাছে পৌঁছে দিয়ে আমরা খুশি।