নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর..... 'জব কার্ড ভরো, কাজের অধিকার আদায় করো' এই শ্লোগানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিডিও অফিস অভিযান করলো বামপন্থী কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র,যুব ও মহিলা সংগঠন গুলো।
শুক্রবার …
নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর..... 'জব কার্ড ভরো, কাজের অধিকার আদায় করো' এই শ্লোগানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিডিও অফিস অভিযান করলো বামপন্থী কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র,যুব ও মহিলা সংগঠন গুলো।
শুক্রবার মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শালবনী বাজার ঘুরে বিডিও অফিসে পৌঁছায়। গোটা ব্লক এলাকার শ্রমজীবী মানুষরা ৪/ক ফরম ফিল আপ করে জমা দেন। ৭১২২ জন জব কার্ড হোল্ডার ফরম রিসিভ করান। মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক চিত্ত পাল সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য নেতা প্রসেনজিৎ মুদি ,লক্ষীকান্ত ঘোষ ,
সারা ভারত কৃষক সভার জেলা নেতৃত্ব শ্যাম পান্ডে ,সৌগত পন্ডা, পরিতোষ মাহাত, সি আই টি ইউর জেলা নেতৃত্ব সারদা চক্রবর্তী প্রমুখ