অরুণ কুমার সাউ; মহিষাদলঃ পুকুরে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম পার্থ বিশ্বাস(৩১)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জে…
অরুণ কুমার সাউ; মহিষাদলঃ পুকুরে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম পার্থ বিশ্বাস(৩১)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার কোলাবানী গ্রামে। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক এক আইসক্রিম দোকানের কর্মী। মহিষাদলে একমাস ধরে চলা রথের মেলা উপলক্ষে মেলায় আইসক্রিম দোকানে কাজ করতেন ওই যুবক। শুক্রবার গভীর রাতে মদ্যপান করে মহিষাদল কলেজের পুকুরে স্নান করতে নামেছিলেন ওই যুবক। এরপর পুকুরে তলিয়ে যান আইসক্রিম দোকানের কর্মী ওই যুবক। এদিকে আইসক্রিম দোকানের বাকি কর্মীরা দীর্ঘক্ষন ধরে পার্থকে খুঁজে না পাওয়ায় পুলিশে খবর দেয়। শনিবার সকাল থেকে মাছ ধরা জাল নিয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু হয়। দুপুর ১২ টার নাগাদ মৃত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে নাকি খতিয়ে দেখছে মহিষাদল থানার পুলিশ। আইসক্রিম দোকানের মালিক জয়ন্ত দেবনাথ বলেন, “আমি বাড়িতে চলে গিয়েছিলাম। দোকানে পার্থ ও আরেকজন ছিল। খাওয়া-দাওয়ার পর ও যা চলে যায় আর খোঁজ পাওয়া যায়নি।”
—