নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা-২০২৪'-এর অন্তর্গত কেশিয়াড়ি বিজ্ঞান কেন্দ্রে স্তরে কৃতি ছাত্র-ছাত্রীদের রবিবার পুরস্কৃত করা হলো…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা-২০২৪'-এর অন্তর্গত কেশিয়াড়ি বিজ্ঞান কেন্দ্রে স্তরে কৃতি ছাত্র-ছাত্রীদের রবিবার পুরস্কৃত করা হলো কেশিয়াড়ি কন্যা বিদ্যাপীঠে। এছাড়াও এদিন ব্লক স্তরে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
এবছর থেকে জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা প্রাথমিক এবং মাধ্যমিক বিভাগের সর্বোচ্চ স্থানাধিকারী বিদ্যালয়েকে রমেশচন্দ্র দাশ গোস্বামী রানিং শীল্ড এবং সন্ধ্যারানী দাশ গোস্বামী রানিং শীল্ড দেওয়া হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদ্মা দাস,সংগঠনের জেলা সহ-সভাপতি পুলক পাত্র, সংগঠনের জেলা সম্পাদকমন্ডলী সদস্য শ্রীমন্ত পানি,জেলা কমিটির সদস্য অভিজিৎ দাশ গোস্বামী,অনাদি নন্দন সাহু,
কেশিয়াড়ি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক গোপাল দে, সভাপতি গৌরীপদ জানা সহ বিজ্ঞান কেন্দ্রের সদস্য সদস্যা বৃন্দ এবং শতাধিক কৃতি ছাত্র-ছাত্রীবৃন্দ।