Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তারকেশ্বর শ্রাবনী মেলা - কলমে, মিঠু ভট্টাচার্য্য

তারকেশ্বর শ্রাবনী মেলা 🙏কলমে, মিঠু ভট্টাচার্য্যআষাঢ় বিদায়ে শ্রাবন এলো এবার তবে চল,আয় কে যাবি, বাবার মাথায় ঢালতে পূণ্য জল।ভোলেবাবা পার করেগা বল রে সবাই মিলে-বাঁক কাঁধে লাখো ভক্ত বাবার জয়ধ্বনি তোলে।অনাথের নাথ, অগতির গতি, নির্গ…


তারকেশ্বর শ্রাবনী মেলা 🙏

কলমে, মিঠু ভট্টাচার্য্য

আষাঢ় বিদায়ে শ্রাবন এলো এবার তবে চল,

আয় কে যাবি, বাবার মাথায় ঢালতে পূণ্য জল।

ভোলেবাবা পার করেগা বল রে সবাই মিলে-

বাঁক কাঁধে লাখো ভক্ত বাবার জয়ধ্বনি তোলে।

অনাথের নাথ, অগতির গতি, নির্গুণ গুণময়,

এলো শ্রাবনের পূণ্যতিথি, হে অনন্ত, মহামৃত্যুঞ্জয়।

আতপ চাল, দুধ, জল,যব, বিল্ব ,আকন্দ

ষোড়শোপাচারে জোগাড়ে তুষ্ট,ভক্তের মহানন্দ।

স্বয়ম্ভু তিনি,তারার স্বামী, জয় তারকেশ্বরনাথ

 দুধ পুকুরে স্নান সেরে সব ভোলার নামেতে মাত। 

শেওড়াফুলির ঘাটে যেন আজ ডেকেছে ভক্তের বান।

তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, গাও তাঁরই জয়গান।

সমুদ্র মন্থনে হলাহল পান করেন শিব মহামতি,

নীলকণ্ঠ ধারীর কণ্ঠের বিষে জ্বলন যে তার অতি।

দেবগন তাই ঢালেন গো জল শিবের মস্তকে

সে বিষের জ্বালা জুড়ায় যেন বাবার পলকে।

সেই হতে কাঙরি কাধে, বাঁক নিয়ে বাংলায়,

জল ঢালেন ভক্তগন শিবের আশীর্বাদ কামনায়।

শ্রাবনী মেলার পসরা সাজিয়ে নদীয়া, তারকেশ্বরে,

তৈরী রয়েছে সাধু ভাণ্ডারা, ভক্ত সেবার তরে।

মণিহারী, খাদ্যে, পানীয়ে, জমেছে আনন্দেরই মেলা,

পুতুল নাচ,সাহসের খেলা,আর বসেছে নাগরদোলা।

ভজন কীর্তন, যাত্রার আসর,মনোহারি কতশত,

মেলা জুড়ে আছে নিরাপত্তা,আছে সেবা কর্মী যত।

পুলিশি টহল,অগ্নি নির্বাপক,পরিবহনের উন্নত মান, 

শ্রাবনী মেলায় দিবা রাত্রিব্যাপী আছে সড়ক,জলযান।

সম্বৎসর থাকে যারা কিছু রোজগারের আশায়,

বাবার কৃপায় এ মেলা তাদের অর্থাগম জোটায়।

প্রতিবন্ধী অসহায় সেও আসে বাবার কৃপা পেতে,

শিব পার্বতীর বহুরূপী ঝাঁকি পালকি চলে পথে।

সুস্বাস্থ্য দান করেন তিনি, দারিদ্র্য দুঃখ দহনকারী, 

সোমেশ্বরায়, জটাধারায়, তিনিই ত্রিশূল ধারী ।

যুগে যুগে বাবার পূজা ,হোক মেলায় ভক্ত সমাগম,

ভক্ত গণের মঙ্গল হোক সার্থক হোক শ্রম।

ব্যোম ব্যোম তারক ব্যোম ওগো শেষনাগ ধারী 

জয় জয় বলি শিবকল্পতরু,তোমায় নমণ করি।

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏