Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে কুইজ প্রেমীদের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা

অরুণ কুমার সাউ,তমলুক: কুইজ মানেই সাধারণত জ্ঞানের লড়াই। তবে এবার দেখা গেল কুইজারদের পায়ের জাদুও। পূর্ব মেদিনীপুর জেলার কুইজারদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফুটবল লিগ। তমলুকের তালপুকুর রেল ক্রসিং সংলগ্ন ফুটবল ময়দানে চার দলীয় লীগ পর্য…


অরুণ কুমার সাউ,তমলুক: কুইজ মানেই সাধারণত জ্ঞানের লড়াই। তবে এবার দেখা গেল কুইজারদের পায়ের জাদুও। পূর্ব মেদিনীপুর জেলার কুইজারদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফুটবল লিগ। তমলুকের তালপুকুর রেল ক্রসিং সংলগ্ন ফুটবল ময়দানে চার দলীয় লীগ পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা হয়। সমগ্র জেলার কুইজ প্রেমিরা কাঁথি, তমলুক, হলদিয়া, মেদিনীপুর এই চারটি ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি দলের খেলোয়াররা মূলত ছাত্র শিক্ষক চাকুরীজীবী এবং কুইজ জগতের পরিচিত মুখ।

খেলার মাঠে ছিল দারুন উত্তেজনা ও স্পোর্টসম্যান স্পিরিট। দিনের শেষে লিগ টেবিলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় কাঁথি ।রানারস হয় মেদিনীপুর দল। আয়োজক দের তরফ থেকে জানানো হয় জেলার বাইরেও তো শরীর গঠনের উদ্দেশ্যেই এ ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। আগামী দিনে তারা আরো বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি বলে জানিয়েছেন। এই অভিনব প্রয়াসে খুশি প্রতিযোগী থেকে দর্শক সকলে।