অরুন কুমার সাউ ,তমলুক: তমলুকের কলেজ মাঠে রবিবার থেকে শুরু হল পূর্ব মেদিনীপুর জেলা ফুটবল লিগ।
দ্বিতীয় বর্ষে লিগ পর্যায়ে চন্ডিপুর, মুরাদপুর, হলদিয়া, কোলাঘাট, মহিষাদল , তমলুক থেকে মোট এই খেলায় নটি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাট…
অরুন কুমার সাউ ,তমলুক: তমলুকের কলেজ মাঠে রবিবার থেকে শুরু হল পূর্ব মেদিনীপুর জেলা ফুটবল লিগ।
দ্বিতীয় বর্ষে লিগ পর্যায়ে চন্ডিপুর, মুরাদপুর, হলদিয়া, কোলাঘাট, মহিষাদল , তমলুক থেকে মোট এই খেলায় নটি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটির উদ্যোক্তা তমলুক ফুটবল লাভার্স। তমলুকের প্রাক্তন ফুটবলার যুগল দাস, সৌমেন রাউত, সানি দাস এই ফুটবল লীগের সাথে বিশেষভাবে যুক্ত। প্রথম খেলায় হলদিদার সাংস্কৃতিক চক্র চন্ডিপুর চিরপথিক ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে।
গোলদাতা শেখ রিজওয়ান। উদ্বোধনী ম্যাচে ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান দীপেন্দ্র নারায়ন রায়, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় এর অধ্যক্ষ আব্দুল মতিন, ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক সাম্য চক্রবর্তী, স্বস্তিকা দাস সহ অন্যান্যরা।