Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজ্ঞান মঞ্চের উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন

অরুণ কুমার সাউ, নন্দকুমার: অরণ্য সপ্তাহ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে গাছ লাগানো গাছের চারা প্রদান, ইত্যাদির নানান অনুষ্ঠান। সেই সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নন্দকুমার সি ভি রামন বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে…


অরুণ কুমার সাউ, নন্দকুমার: অরণ্য সপ্তাহ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে গাছ লাগানো গাছের চারা প্রদান, ইত্যাদির নানান অনুষ্ঠান। সেই সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নন্দকুমার সি ভি রামন বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে উদ্যোগ গৃহীত হলেও, কড়ক এস এস হাইস্কুলে অরণ্য সপ্তাহ উদযাপিত হলো শনিবার মহাসড়ম্বরে।অরণ্য সপ্তাহ পালনের গুরুত্ব ও প্লাস্টিক দূষণের ক্ষতিকারক দিক তুলে ধরে ছাত্র-ছাত্রীদের সচেতনতার বার্তা দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পবিত্র কুমার ভক্তা, বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সদস্য তথা তমলুক বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক বিষ্ণুপদ বাসুলী, কড়ক হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুজন বালা, রিয়েলিটি শো দাদাগিরি চ্যাম্পিয়ন দীপ সুন্দর দিন্ডা, শিক্ষক কাঞ্চন কুমার বেরা সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চাঁদ প্রামানিক জানান, ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র ফল গাছের চারা প্রদান নয়, গাছগুলির রক্ষণাবেক্ষণ সুনিশ্চিত করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রিন স্কলারশিপ প্রদান করা হলো।