Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চন্দ্রকোনারোড়ে বিজ্ঞান মঞ্চের পুরস্কার বিতরণী সভা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ......পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চন্দ্রকোনারোড বিজ্ঞান কেন্দ্রের ২০২৪ সালের দ্বিতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা পরীক্ষার কৃতি ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠ…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ......পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চন্দ্রকোনারোড বিজ্ঞান কেন্দ্রের ২০২৪ সালের দ্বিতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা পরীক্ষার কৃতি ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চন্দ্রকোনারোড বিদ্যাসাগর মঞ্চে।আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়বেতা -৩নং পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা মহাশয়,সহ- সভাপতি সিরাজুল পাঠান মহাশয়,  সিদ্ধেশ্বর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় নির্মল কুমার হাতি ও অন্যান্য স্কুল এর শিক্ষক ও শিক্ষিকাগন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি ড: দিলীপ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনারোড বিজ্ঞান কেন্দ্রের সভাপতি চিন্ময় ঘোষ, সম্পাদক চিরঞ্জিত রানা, জেলার প্রতিনিধি কানাইলাল সিংহ,অমর ঘোষ, বিশিষ্ট শিক্ষক নিশীথ মন্ডল, চিত্তরঞ্জন মান্না,প্রেমনাথ রায়।অনুষ্ঠানের শুরুতে প্রাতঃস্মরণীয় মহাপুরুষ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করা হয়।বিজ্ঞান সচেতনা উদ্বোধনী সঙ্গীত গাওয়া হয়। বিশিষ্টজনদের উদ্বোধনী বক্তব্যের মধ্যে পরিবেশ সচেতনতা, প্লাস্টিক বর্জনের সচেতনতা, যুক্তিবাদী মানসিকতা, বিভিন্ন সামাজিক কার্যক্রম উঠে এসেছে।বিগত দিনে  চন্দ্রকোনারোড বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মেধা অভীক্ষা পরীক্ষার বাইরে রান্না ঘরে বিজ্ঞান, ভেজাল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সেটা সম্পাদক চিরঞ্জিত রানা মহাশয়ের বক্তব্যে উঠে এসেছে।কৃতি ছাত্র ছাত্রী ও অভিভাবক,অভিভাবিকা সহ প্রায় দুই হাজার জন উপস্থিত ছিলেন।পাঁচশো জন শিক্ষার্থীদের তিনটি স্তরে পুরষ্কৃত করা হয়। ছাত্র ছাত্রীদের ও অভিভাবক ও অভিভাবিকাদের উৎসাহ যথেষ্ট ছিলো এবং অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য পূর্ণ সহযোগিতা করেছেন। বিদ্যাসাগর মঞ্চের সুন্দর পরিবেশে প্রত্যেক কৃতি ছাত্র ছাত্রীদের একে পুরষ্কৃত করা হয়। প্রথমে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মেধা পরীক্ষায় এক্সিলেন্ট প্রাপকদের পুরষ্কৃত করা হয়।তার পর A+ ও  A প্রাপকদের পুরষ্কৃত করা হয়।

দ্বিতীয়ার্ধে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত কৃতি ছাত্র ছাত্রীদের পুরষ্কৃত করা হয়। এই ভাবে সুন্দর করে অনুষ্ঠান টি পরিচালিত হয়।শেষে সভাপতির ভাষন দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য যে সমস্ত অভিভাবক অভিভাবিকা সম্মানীয় শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা সর্বোপরি জেলা নেতৃত্ব ও আমাদের স্নেহের ছাত্র-ছাত্রী সকলকে চন্দ্রকোনা  রোড বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে অজস্র যুক্তিবাদী অভিনন্দন জানাই।।