Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জমা জলে ফসলের ক্ষতি, সবজি অগ্নিমূল্য

অরুন কুমার সাউ, তমলুক :
বৃষ্টির কমতি ছিল না। তিনদিন টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। গত বুধবার থেকে বৃষ্টি থামলেও কৃষি জমিতে জল অতিরিক্ত পরিমাণে জল জমে যাওয়ার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বাজারে …

অরুন কুমার সাউ, তমলুক :


বৃষ্টির কমতি ছিল না। তিনদিন টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। গত বুধবার থেকে বৃষ্টি থামলেও কৃষি জমিতে জল অতিরিক্ত পরিমাণে জল জমে যাওয়ার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বাজারে আনাজের দাম অগ্নিমূল্য। মূল্য বৃদ্ধিতে প্রত্যেক দিনের গ্রাসাচ্ছাদনের উপকরণ কিনতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার ‘ফসলের ভান্ডার' নামে পরিচিত পাঁশকুড়া ও কোলাঘাটের একাধিক এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে। বেশ কিছু জায়গায় ডুবে রয়েছে ফসল। এরফলে বাজারে কৃষি পণ্যের দাম আগুন ছোঁয়া। বিশেষ করে আনাজের দাম একেবারে সাধারণ মানুষের নাগালের বাইরে। 

পাঁশকুড়া পুরসভার অন্তর্গত বেশ কয়েকটি অঞ্চল এবং ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের নদীর তীরে থাকা কৃষি জমিগুলোতে জল জমেছে। এছাড়াও পাঁশকুড়ার মাইশোরা, কেশাপাট, ও কোলাঘাট ব্লকের সিদ্ধা ১,২ গ্রাম পঞ্চায়েত, দেউলিয়া সহ তমলুক ব্লকের অন্তর্গত কিছু এলাকায় আনাজ ও ফুল চাষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সবজি চাষের ক্ষেতে তিন চার দিন জল জমে থাকায় আনাজ-পচে নষ্ট হয়েছে। কোন কোন সবজি খেতে অপরিণত সবজি তুলে বাজারে বিক্রয় করতে হচ্ছে। জল জমে যাওয়ার ফলে বেগুন গাছ, লঙ্কা গাছ , ঢেঁড়স গাছ, চিচিঙ্গে গাছ, ঝিঙ্গেগাছ, পালং শাক, ইত্যাদি নানান সবজি নষ্ট হয়ে পড়েছে । সিদ্ধা, দেউলিয়া ও কোলাঘাট সহ একাধিক এলাকার ফুল চাষের যথেষ্ট ক্ষতি হয়েছে। অতিরিক্ত জলে ফুলের গাছ ও ফুল উভয়ই নষ্ট হয়ে গিয়েছে। গাদা , দোপাটি ইত্যাদি ফুলের পাপড়ি পচে গেছে। রজনীগন্ধা ফুলের জমিতে জল জমে থাকা শিকড় পচা রোগ দেখা দিয়েছে। রজনীগন্ধা কোলাঘাট ও পাঁশকুড়া এলাকার বেশ কিছু চাষী ক্ষতিপূরণের জন্য প্রশাসনিক দপ্তরে আবেদন করেছেন।

নিত্য প্রয়োজনীয় কৃষিজ পণ্যের দাম প্রতি কেজিতে ২০ থেকে৩০ টাকা, আবার কোনটা ৪০ বৃদ্ধি পেয়েছে। কোলাঘাট দেউলিয়া বাজারের ফুল বাইরে পাঠানো হয়। এখানেও ফুলের দাম বেশ চড়া। তমলুকের নারায়ণদারীতে বাজারে আসা যুবক দ্বীপ মুখার্জি বলেন, বাজারে ঢুকেই জিনিসপত্তির দাম জিজ্ঞেস করার পর মাথায় হাত দেওয়ার অবস্থা। যে পরিমাণ কৃষি পণ্য বৃদ্ধি পেয়েছে তাতে করে মধ্যবিত্ত পরিবারের সংসার চালনা করার মুশকিলে পড়তে হচ্ছে। তমলুকের বাজারে হরিদাসপুর থেকে আসা সবজি ব্যবসায়ী বাদল ভৌমিক বলেন, পাঁশকুড়ার সবজি আরতে সবজির যথেষ্ট টান থাকায় বাজারে সবজির দাম রয়েছে। এর ফলে ক্রেতাদের মুখ ভার অবস্থা। তবে ব্যবসায়ীদের আশা জল নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আবার কমবে।