নিজস্ব প্রতিবেদক, কোলাঘাট, পূর্ব মেদিনীপুরে.....আগামী রবিবার কোলাঘাটে মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে কেবলমাত্র মহিলা রক্তদাতাদে নিয়ে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।এই শিবিরকে সফল করতে সেবা সমিতি প্রাঙ্গণে একটি প্রস্তুতি ব…
নিজস্ব প্রতিবেদক, কোলাঘাট, পূর্ব মেদিনীপুরে.....আগামী রবিবার কোলাঘাটে মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে কেবলমাত্র মহিলা রক্তদাতাদে নিয়ে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।এই শিবিরকে সফল করতে সেবা সমিতি প্রাঙ্গণে একটি প্রস্তুতি বৈঠক ও রক্তদান সংক্রান্ত মূল্যবান আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা ব্লাড সেন্টারের আধিকারিক তরুণ সিনহা, শিক্ষক সুজন বেরা , রক্তদান আন্দোলনের কর্মী প্রশান্ত সামন্ত সহ কোলাঘাট মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাগন। উল্লেখ্য রক্তদান শিবির টি কোলাঘাট ব্লক অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হবে রবিবার সকাল ১০ টা থেকে।