Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধর্মঘটের সমর্থনে মেদিনীপুরে বামেদের মিছিল

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির ডাকে শ্রমকোড বাতিল সহ শ্রমজীবী জনতা ও সাধারণ মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার দেশজুড়ে অনুষ্ঠিত হবে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সন্…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির ডাকে শ্রমকোড বাতিল সহ শ্রমজীবী জনতা ও সাধারণ মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার দেশজুড়ে অনুষ্ঠিত হবে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে মিছিল করলো শ্রমিক, কর্মচারী, শিক্ষকদের যৌথ মঞ্চ ১২ ই জুলাই কমিটি।

কর্মচারী ভবন থেকে মিছিল শুরু হয়ে পঞ্চুরচক, গোলকুঁয়ার চক, স্কুলবাজার, বটতলা চক হাসপাতাল রোড়, গান্ধী মোড হয়ে হয়ে পুনরায় কর্মচারী ভবনে শেষ হয়।নেতৃত্ব দেন গঙ্গাধর বর্মন, জগন্নাথ খান প্রমুখ। অন্যদিকে মেদিনীপুর শহরের পশ্চিম দিকে ধর্মঘটের সমর্থনে মিছিল করে সিপিআইএম এর মেদিনীপুর শহর পশ্চিম এরিয়া কমিটি। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিজয় পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ জানান,এদিন তাঁদের এরিয়া কমিটির উদ্যোগে দিনভর ধর্মঘটের সমর্থনে মাইকে প্রচার অভিযান চালিয়েছেন শহরের বিভিন্ন অংশে এবং  পথসভা হয়েছে বিভিন্ন স্থানে। পাশাপাশি এদিন এস ইউ সি আই দলের উদ্যোগেও শহরে মিছিল ও পথসভা হয়।