Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কংসাবতী নদীতে বন্যার শঙ্কা,খোলা হয়েছে কন্ট্রোল রুম

অরুন কুমার সাউ, পাঁশকুড়া: কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে কংসাবতী নদী ভরে উঠেছে কানায় কানায়। এর উপর মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা তার ওপর বাঁধ ভাঙ্গার আশ…


অরুন কুমার সাউ, পাঁশকুড়া: কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে কংসাবতী নদী ভরে উঠেছে কানায় কানায়। এর উপর মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা তার ওপর বাঁধ ভাঙ্গার আশঙ্কা -সব মিলিয়ে যথেষ্ট ভয়ে রয়েছে বাসিন্দারা। গত বছর কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পাঁশকুড়ার একাধিক অঞ্চল। সে বাঁধ ঠিক করা গেলেও আবার এ বছর নদীর ভয়াবহ রূপ এলাকাবাসীর কপালে ভাঁজ ফেলেছে। 


কংসাবতী নদী পরিদর্শনে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক, পাঁশকুড়া পৌরসভার পৌর প্রধান নন্দকুমার মিশ্র, পাঁশকুড়া থানার আই.সি সমর দে, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি অমিত রাউত , সেচ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। 

সেচ দপ্তরের পাঁশকুড়া ২ সাব ডিভিশনের পক্ষ থেকে জানানো হয় দপ্তরের কর্মীরা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন। নদীর উপর ঝুঁকিপূর্ণ নৌকো চলাচল বন্ধ থাকবে। সেচদপ্তর সারারাত নদী বাঁধগুলিতে লাইট জেনারেটার সহ পেট্রোলিং করবে।পাঁশকুড়া ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম।পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে পৌর প্রধান নন্দকুমার মিশ্র বলেন, পৌরসভার পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা রয়েছে।গুজব না ছড়িয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন।