নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হল। এদিন সাংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে আ…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হল। এদিন সাংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে আগামী একুশে জুলাইয়ের সমাবেশকে সফল করার জন্য প্রস্তুতি বিষয়েও আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শ্যামপদ পাত্র, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনিমেষ দে, শিক্ষক নেতা চন্দন সাহা, শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শান্তনু দে, সম্পাদক প্রদ্যোৎকুমার মাইতি প্রমূখ। চলতি বছরের একুশে জানুয়ারি অখিলবন্ধু মহাপাত্রকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি নিয়োগ করে শিক্ষক সংগঠনের রাজ্য কমিটি। গত বুধবার শিক্ষক সংগঠনের পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা কলকাতায় শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অখিলবন্ধু মহাপাত্রের হাতে তুলে দেন রাজ্য সভাপতি পলাশ সাধুখাঁ। বসেই তালিকা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা।
অখিলবন্ধু মহাপাত্রকে সভাপতি, শেখ গোলাম মুর্তাজাকে কার্যকরী সভাপতি এবং আশীষ চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করে ৩১ জনের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সুজয় হাজরা এই তালিকা ঘোষণা করে সকলকে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার অপপ্রচারের প্রতিবাদে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে একুশে জুলাইয়ের তাৎপর্য উপলব্ধি করে শিক্ষক শিক্ষিকাদের একুশে জুলাইয়ের সমাবেশে উপস্থিত থাকার কথা বলেন।
শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অখিলবন্ধু মহাপাত্র বলেন আগামী দিনে শিক্ষা ও শিক্ষকের স্বার্থে জেলা কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। পাশাপাশি তিনি বলেন, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রধানশিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে বিরোধী সংগঠন বানচাল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে শিক্ষক সমাজে জনমত গড়ে তোলা হবে। শিক্ষক নেতৃত্ব জানান,সাধারণ মানুষের স্বার্থে কাজ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের হাত শক্ত করা আমাদের লক্ষ্য। আগামী একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে যাতে রেকর্ড সংখ্যক শিক্ষক উপস্থিত থাকেন সেই প্রচারও আজ থেকে শুরু হল বলে অখিলবন্ধু মহাপাত্র জানিয়েছেন।