অরুণ কুমার সাউ,পাঁশকুড়া: প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও কসবা সাউথ ল কলেজে নৃশংস নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদ ,ন্যায় বিচারের দাবিতে শুক্রবার রাতে পাঁশকুড়া নাগরিক সমাজের আহবানে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। স্টেশন বাসস্ট্যান…
অরুণ কুমার সাউ,পাঁশকুড়া: প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও কসবা সাউথ ল কলেজে নৃশংস নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদ ,ন্যায় বিচারের দাবিতে শুক্রবার রাতে পাঁশকুড়া নাগরিক সমাজের আহবানে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। স্টেশন বাসস্ট্যান্ড থেকে ব্যাংক পাড়া পর্যন্ত মশাল সহযোগে মিছিল হয়। এদিন মিছিলে নেতৃত্ব দেন শান্তনু চক্রবর্তী, সুমন্ত সী ,অঞ্জন মন্ডল, শ্রাবন্তী মন্ডল, কল্যাণ রায়, তপন জানা প্রমুখ।
অপরাধীদের দ্রুত ফাস্ট ট্রাক কোর্টে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাঁশকুড়া নাগরিক সমাজ মিছিল থেকে সোচ্চার হয়।