Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপরিকল্পিত ব্রিজ নির্মাণের প্রতিবাদে ঘাটাল -পাঁশকুড়া রাজ্য সড়কের যশোড়াতে অবরোধ করে বিক্ষোভ করল বন্যা প্রতিরোধ কমিটি

পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুরপূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী দূর্বাচটি খালের ওপর  বর্ষার মৌসুমের হিউম পাইপ দিয়ে অপরিকল্পিত ব্রিজ নির্মাণের প্রতিবাদে  ঘাটাল -পাঁশকুড়া রাজ্য সড়কের যশোড়াতে অবরোধ করে বিক্ষোভ করল বন্যা প্রতিরোধ…

 


পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী দূর্বাচটি খালের ওপর  বর্ষার মৌসুমের হিউম পাইপ দিয়ে অপরিকল্পিত ব্রিজ নির্মাণের প্রতিবাদে  ঘাটাল -পাঁশকুড়া রাজ্য সড়কের যশোড়াতে অবরোধ করে বিক্ষোভ করল বন্যা প্রতিরোধ কমিটি।

খুকুড়দা ব্রিজ যা পাঁশকুড়ার মেছোগ্রাম থেকে ঘাটাল পর্যন্ত গিয়েছে। সেই ব্রিজ ভগ্নপ্রায়, শেষ দপ্তর নতুন করে তৈরি করার পরিকল্পনা করেছেন, পুরনো ব্রিজকে ভেঙে দেওয়া হবে, ভালো কথা, কিন্তু এই সময় না করে পুজোর সময় পড়লে ভালো হয়, তার কারণ এই সময় বন্যার সময়, দ্বিতীয়তঃ এই দুর্বল সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে, সেখানে পুলিশ তোলা তুলে এমনটাই অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএমের সম্পাদক নিরঞ্জন সিহির। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে সিপিআইএম।

সিপিএম নেতৃত্বরা এই অবরোধে যোগ দেন। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কাঁসাই নদীতে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সজাগ সদা সতর্ক রয়েছে, অন্যদিকে রাজ্য সরকারের গাফিলত অভিযোগ এনে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বামেরা।


বাইট:১) নিরঞ্জন সিহি, সম্পাদক, পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম।