নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর....পথচলা শুরু করলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও বন বিদ্যা বিভাগের উদ্যোগে তৈরি বিশ্ববিদ্যালয়ের নতুন ভেষজ উদ্যান “চরক সংহিতা”।যা আগামীদিনে বৈজ্ঞানিক গবেষণা, সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী চিকিৎসাজ্ঞানে…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর....পথচলা শুরু করলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও বন বিদ্যা বিভাগের উদ্যোগে তৈরি বিশ্ববিদ্যালয়ের নতুন ভেষজ উদ্যান “চরক সংহিতা”।যা আগামীদিনে বৈজ্ঞানিক গবেষণা, সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী চিকিৎসাজ্ঞানের প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এই বাগানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-রোজগার দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বন দপ্তরের প্রতিমন্ত্রী, বীরবাহা হাসদা, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অধ্যাপক কর, যিনি নিজে একজন উদ্ভিদবিদ, তিনি এই উদ্যোগকে পরিবেশ সংরক্ষণ ও একাডেমিক উৎকর্ষের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেন। মন্ত্রী বীরবাহা হাঁসদা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ কে সাধুবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ জয়ন্ত কিশোর নন্দী, দুই ডীন অধ্যাপক পরেশ চন্দ্রানী জানা ও অধ্যাপক অরিন্দম গুপ্ত, উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমল কুমার মন্ডল,পরিবেশ বিদ্যা সেন্টারের অধিকর্তা জ্যোতি শঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গবেষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ
নবনির্মিত “চরক সংহিতা” ভেষজ উদ্যান-এ প্রায় ৮০ টি ঔষধিগুণ সম্পন্ন উদ্ভিদ প্রজাতির সংরক্ষন করা হয়েছে সঙ্গে ডিজিটাইজেশান অর্থাৎ আর কোড যুক্ত করা হয়েছে। । জঙ্গলমহল এলাকার ভেষজ উদ্ভিদ সংরক্ষণে এই উদ্যান বিশেষ ভূমিকা পালন করবে। এই বাগান ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক এবং স্থানীয় জনগণের কাছে ঔষধি উদ্ভিদের শিক্ষা, গবেষণা এবং সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।