Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৯ই জুলাই ধর্মঘটের সমর্থনে খেজুরিতে মিছিল

অরুন কুমার সাউ, খেজুরি: কেন্দ্রীয় সরকারের বেশ কিছু নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ট্রেড ইউনিয়নগুলি বুধবার সারাদেশে ধর্মঘটে ডাক দিয়েছে। রাত পোহালেই অধিকার রক্ষার লড়াই। ধর্মঘটে সামিল হওয়ার জন্য গত ছ’মাসেরও বেশি সম…


অরুন কুমার সাউ, খেজুরি: কেন্দ্রীয় সরকারের বেশ কিছু নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ট্রেড ইউনিয়নগুলি বুধবার সারাদেশে ধর্মঘটে ডাক দিয়েছে। রাত পোহালেই অধিকার রক্ষার লড়াই। ধর্মঘটে সামিল হওয়ার জন্য গত ছ’মাসেরও বেশি সময় ধরে লাগাতার প্রচার করে চলেছে ট্রেড ইউনিয়নগুলি। প্রচারের তরঙ্গ একেবারে শীর্ষে ।বুধবার গোটা দেশ স্তব্ধ করে দিতে চলেছেন শ্রমজীবী মানুষ। মেহনতী মানুষের অধিকার রক্ষার দাবিতে  ৯ ই জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে এবং কেন্দ্রে বি.জ.পি সরকারের একাধিক নীতির বিরুদ্ধে মঙ্গলবার প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে খেজুরীর বাঁশগোড়া বাজারে মিছিল ও সভা অনুষ্ঠিত হলো। কালা শ্রমকোড বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কৃষকের উৎপন্ন ফসলের উপযুক্ত দাম,  ৬০০টাকা মজুরি দিতে হবে, বস্তি উচ্ছেদ বন্ধ, বেকারদের কাজ, শিক্ষায় বানিজ্যিকীকরন বন্ধ ,স্মার্ট মিটার বাতিল, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত ইত্যাদি দাবিতে ৯ই জুলাই বুধবার সারাদেশব্যাপী সাধারণ ধর্মঘট  সফল করতে দলের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের কাছে আহ্বান রাখেন। এদিন সকালের সভায় উপস্থিত ছিলেন হিমাংশু দাস, সেক জাহারাজ আলি, শীর্ষেন্দু দাস, নন্দন দাস,অমিয় আচার্য, গৌরী জানা, শিবানী গোল, রবীন্দ্রনাথ দোলুই,সেক মুস্তাক,গৌতম প্রধান,অতনু রায়,সেক মুস্তাফা,দিলীপ প্রামানিক, কালিপদ ধাড়া, প্রবোধ মাইতি সহ নেতৃত্ব গন। দলের পক্ষ থেকে জানানো হয়- কলে-কারখানায় শ্রমিকরা যেমন উৎপাদন বন্ধ করে রাস্তার লড়াইয়ে থাকবেন তেমনি কৃষকরা- খেতমজুররাও কাজ বন্ধ রেখে লড়াইয়ের ময়দান থেকে হুঁশিয়ারি দেবেন কেন্দ্রীয় সরকারকে।