Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির

অরুন কুমার সাউ, তমলুক: গ্রীষ্মকালীন রক্তের সংকট কাটাতে বিশিষ্ট লেখক ও শিক্ষক ড. মৌসম মজুমদারের স্মরণে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার দুই স্বেচ্ছাসেবী সংগঠন ‘তমলুক বাইকার্স’ ও ‘হাত বাড়ালেই বন্ধু'র উদ্যোগে অনুষ্ঠিত হ…


অরুন কুমার সাউ, তমলুক: গ্রীষ্মকালীন রক্তের সংকট কাটাতে বিশিষ্ট লেখক ও শিক্ষক ড. মৌসম মজুমদারের স্মরণে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার দুই স্বেচ্ছাসেবী সংগঠন ‘তমলুক বাইকার্স’ ও ‘হাত বাড়ালেই বন্ধু'র উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে ১২জন মহিলা সহ মোট ৬১ জন রক্তদাতা রক্তদান করেন।

রক্তদান শিবিরে রক্ত সংগ্ৰহ করেছেন তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টার। এদিন রক্তদান শিবিরে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তাম্রলিপ্ত পৌরসভার পৌরপ্রধান ড: দীপেন্দ্র নারায়ন রায়,উপ পৌর প্রধান লীনা মাভোই রায় , তমলুক থানার পুলিশ অফিসার সন্তু নস্কর, ডা:আশিষ মাইতি, ডা: হিমাদ্রী শেখর কর, অধ্যাপক আশুতোষ দাস , শিক্ষিকা সুপর্ণা মজুমদার, সমাজসেবী স্নিগ্ধা মিশ্র সহ বিশিষ্টজনেরা। রক্তদাতা হিসেবে আইনজীবী শেখ শাজিজ এদিন রক্তদান  করে করে বলেন,  “এই নিয়ে মোট ৩২ বার রক্তদান করে ফেললাম।মহরমের দিনে রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থাকতে পেরে বেশ ভালো লাগছে।

" তমলুক বাইকার্স’ এর পক্ষ থেকে অরিজিৎ পাল বলেন, “আমরা কেবল বাইক নিয়ে এডভেঞ্চারে বেরিয়ে পড়ি তা না। নিয়মিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। কোভিডের সময় বিভিন্ন পরিষেবা নিয়ে মানুষের পাশে ছিলাম।

কলকাতা তিলোত্তমা কান্ডের সময় গোটা তমলুক শহর জুড়ে এক মাস ধরে আমরা পথনাটক করে আন্দোলনে শামিল হয়েছি। আগামী দিনেও আমরা বিভিন্ন রকম ভাবে তমলুকবাসীর পাশে থাকবো।"