অরুণ কুমার সাউ, মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত গারুঘাটা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন। ঘটনাটি ঘটেছে হলদিয়া মেছেদা জাতীয় সড়কের উপর। স্থানীয়দের উদ্যোগে আহতদের চিকিৎসা কেন্দ্রে পাঠা…
অরুণ কুমার সাউ, মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত গারুঘাটা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন। ঘটনাটি ঘটেছে হলদিয়া মেছেদা জাতীয় সড়কের উপর। স্থানীয়দের উদ্যোগে আহতদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে এগারোটা নাগাদ একটি দ্রুতগতির হলদিয়াগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইক ও একটি ট্রাকে ধাক্কা মারে। মোটর বাইকে থাকা আরোহী সহ ট্রাকের থাকা কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ভয়াবহ ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে। দীর্ঘক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে স্থানীয় মহিষাদল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পথযাত্রী মতিলাল দাস বলেন, হলদিয়া গামী ট্রাকটি ট্রাফিক নিয়ম না মানার ফলে এমন পরিণতি।"