Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ' সচেতনতা র‍্যালি

অরুণ কুমার সাউ, তমলুক: রোড সেফটি উইক উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পালিত হলো 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' সচেতনতামূলক কর্মসূচি। মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মানিকতলা মোড় থেকে  সচেতনতামূলক বার্তা…


অরুণ কুমার সাউ, তমলুক: রোড সেফটি উইক উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পালিত হলো 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' সচেতনতামূলক কর্মসূচি। মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মানিকতলা মোড় থেকে  সচেতনতামূলক বার্তা প্রচারের মাধ্যমে গিয়ে র‍্যালি করে পৌঁছায় তমলুকের নিমতলা মোড় পর্যন্ত।

পথ চলতি মানুষদের ট্র্যাফিক নিয়ম, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার  সম্পর্কে সচেতন করা হয়। র‍্যালি, পথ প্রচার ও ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও সড়ক নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়। এদিন ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ' সচেতনতামূলক র‍্যালিতে  উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ডি.এস.পি ট্র্যাফিক শ্রী চম্পক চৌধুরী, অ্যাডিশনাল ট্রাফিক অফিসার শ্রী শ্যামল মন্ডল, এস.ডি.পি.ও আফজল আবরার সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।