Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কার্গিল বিজয় দিবসে কার্গিল শহীদের শ্রদ্ধা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ......মেদিনীপুর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে এবং পঞ্চুরচকের সহ নাগরিকদের ও সাংবাদিক বন্ধুদের উপস্থিতিতে কার্গিল বিজয় দিবসে পঞ্চুর চকে শহীদ বেদীতে মাল্যদান ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানা…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ......মেদিনীপুর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে এবং পঞ্চুরচকের সহ নাগরিকদের ও সাংবাদিক বন্ধুদের উপস্থিতিতে কার্গিল বিজয় দিবসে পঞ্চুর চকে শহীদ বেদীতে মাল্যদান ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হলো কার্গিল যুদ্ধে নিহত ভারতীয় বীর সেনানীদের। দিনটির গুরুত্ব নিয়ে ও কার্গিল যুদ্ধ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।

উপস্থিত ছিলেন ভগৎ সিং ফাউন্ডেশনের আহ্বায়ক সমাজকর্মী কুন্দন গোপ, চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী, চিত্রশিল্পী নরসিংহ দাস, প্রাক্তন শিক্ষক বিপত্তারণ ঘোষ, আইনজীবী সমরেশ বেরা, শিক্ষক সোমনাথ মহাপাত্র, সংস্কৃতি কর্মী নীলোৎপল চ্যাটার্জী, সমাজকর্মী সুব্রত চক্রবর্তী , সমাজকর্মী সুরজিৎ সরকার সহ অন্যান্যরা।