নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ......দাসপুর -২ ব্লকের চক সুলতান মেহনতী সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয়লাভ করলো বাম সমর্থিত প্রগতিশীল বামপন্থী সমবায় বাঁচাও সমিতি। খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।নির্বা…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ......দাসপুর -২ ব্লকের চক সুলতান মেহনতী সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয়লাভ করলো বাম সমর্থিত প্রগতিশীল বামপন্থী সমবায় বাঁচাও সমিতি। খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।
নির্বাচনে মোট প্রার্থী ছিল ৪১জন। তৃণমূল ৭ টি আসনে প্রার্থী দিতে পারেনি। যার ফলে আগেই ৭ টি আসনে জোট জিতে যায়।বাকি ৩৪ টি আসনে ভোট হয়।তার সবকটিতেই জোট জয়লাভ করে। ওই সমবায় সমিতির মোট ৪১ টি আসনের মধ্যে তৃণমুল কংগ্রেস সমর্থিত ৩৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
অপরদিকে সিপিএম সমর্থনে প্রগতিশীল বামপন্থী সমবায় বাঁচাও সমিতির ৪১ জন নির্বাচনে লড়াই করে।
রবিবার সকাল ৯ টায় ভোট শুরু হয়।
দাসপুরের রাজনৈতিক চরিত্র অনুযায়ী একদম শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা প্রথম থেকেই এগিয়ে থাকে জোটের প্রার্থীরা যার ফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে হারিয়ে জোটের ৪১ জন প্রার্থী নির্বাচিত হয় তৃণমূল কংগ্রেস ওই সমবায় সমিতি তে খাতায় খুলতে পারেনি। এরপর জোটের জয়ী ৪১ জন প্রার্থীকে নিয়ে এলাকায় মিছিল করে কর্মীও সমর্থকরা।
তবে তৃণমূল কংগ্রেস জোটের ওই জয়কে কোন গুরুত্ব দিতে চায় নি। তবে সিপিএম দলের পক্ষ থেকে জানানো হয় যে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রগতিশীল বামপন্থী সমবায় বাঁচাও সমিতি গঠন করা হয়। সেই প্রগতিশীল বামপন্থী সমবায় বাঁচাও সমিতির ৪১ জন বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। তাই এলাকার সর্বস্তরের মানুষকে জোটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।