নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম ....জঙ্গলমহল স্বরাজ মোর্চা-র কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত শনিবার এক চিঠির মাধ্যমে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কলিপদ সরেনের নিকট আবেদন জানিয়েছেন, যাতে তিনি আসন্ন বর্ষাকালীন সংসদ অধিবেশনে জঙ্গলমহল…
নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম ....জঙ্গলমহল স্বরাজ মোর্চা-র কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত শনিবার এক চিঠির মাধ্যমে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কলিপদ সরেনের নিকট আবেদন জানিয়েছেন, যাতে তিনি আসন্ন বর্ষাকালীন সংসদ অধিবেশনে জঙ্গলমহলে বাড়তে থাকা মানুষ-হাতি সংঘর্ষের বিষয়টি উত্থাপন করেন।
চিঠিতে বলা হয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় হাতির উপদ্রব ক্রমশই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও হাতির হানায় প্রাণহানি, ফসল ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটছে। এর ফলে গ্রামীণ মানুষজন ভয় ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত এই সমস্যার কোনো স্থায়ী ও মানবিক সমাধান মেলেনি। জেএসএম দাবি জানিয়েছে, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হোক।
অশোক বলেন, “আমরা বিশ্বাস করি, সংসদ সদস্য কলিপদ সরেন এই অঞ্চলের মানুষের যন্ত্রণা ও দুর্ভোগ উপলব্ধি করে সংসদে আমাদের দাবিকে জোরালোভাবে তুলে ধরবেন।”