অরুন কুমার সাউ, মহিষাদল: ভয়ংকর দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু! মৃত দুই পুলিশ কর্মী। গুরুতর আহত আরও এক পুলিশ কর্মী। রাতের টহলে বেরিয়ে দুর্ঘটনার কবলে মহিষাদল থানার পুলিশ জিপ।ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে ।
পূর্ব মেদিনীপুর জেলার মহি…
অরুন কুমার সাউ, মহিষাদল: ভয়ংকর দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু! মৃত দুই পুলিশ কর্মী। গুরুতর আহত আরও এক পুলিশ কর্মী। রাতের টহলে বেরিয়ে দুর্ঘটনার কবলে মহিষাদল থানার পুলিশ জিপ।ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে ।
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে পথ দুর্ঘটনায় ২ পুলিশকর্মীর মৃত্যু। হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে টহলের সময়ে এই পথ দুর্ঘটনা ঘটে। গাড়ির মধ্যে ছিলেন মহিষাদল থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল-সহ আরও দুই পুলিশকর্মী। গভীর রাতে ডাম্পারের ধাক্কায় রাস্তার পাশে থাকা পুকুরে পুলিশের গাড়ি পড়ে প্রাণ হারালেন কর্তব্যরত দুই পুলিশকর্মী৷ ডাম্পারের ধাক্কায় পুকুরে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের জিপ৷ মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গাড়ুঘাটায়৷জানা গেছে, পুলিশ জিপটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে ড্রাইভার বাইরে দাঁড়িয়েছিল। সেসময় গাড়িতে বসেছিলেন মহিষাদল থানার তিন পুলিশ কর্মী। হলদিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার পুলিশ জিপকে ধাক্কা মারলে সামনে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা লেগে পুলিশ জিপটির। সেই অবস্থাতেই পুলিশ জিপটি ছিটকে গিয়ে পড়ে রাস্তার পাশে পুকুরে। দুর্ঘটনাটি গভীর রাতে হওয়ায় উদ্ধার কাজ চটজলদি শুরু করা যায়নি বলে স্থানীয় সূত্রের খবর।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। কিভাবে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে মহিষাদল থানার পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত সাব ইন্সপেক্টরের নাম জয়ন্ত ঘোষাল এবং মৃত পুলিশ কর্মীর নাম সেক হোসেন খান।এছাড়াও গুরুতর জখম পুলিশের কনস্টেবল
স্বপন দাস গুরুতর জখম অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে অল্পের জন্য পুলিশের গাড়ির চালক এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালাতে চেষ্টা করলে গাড়ি সহ চালককে তাড়া করে পাকড়া করেছে নন্দকুমার থানার পুলিশ।