Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে বাবার মৃত্যু বার্ষিকী পালন

অরুণ কুমার সাউ, ভগবানপুর : আত্মীয় পরিজনদের নিয়ে প্রথাগত রীতি বাদ দিয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে প্রয়াত শিক্ষকের মৃত্যু বার্ষিকী পালিত হল। ‘আলোক সাথী ফাউন্ডেশন'- এর উদ্দোগে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের সাইপুকুর মাতৃ সেব…


অরুণ কুমার সাউ, ভগবানপুর : আত্মীয় পরিজনদের নিয়ে প্রথাগত রীতি বাদ দিয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে প্রয়াত শিক্ষকের মৃত্যু বার্ষিকী পালিত হল। ‘আলোক সাথী ফাউন্ডেশন'- এর উদ্দোগে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের সাইপুকুর মাতৃ সেবিকা সমিতিতে প্রয়াত শিক্ষক আলোক রঞ্জন রায়ের ৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হলো। 

আজ  বৃদ্ধাশ্রমে  বাবার  মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন, যেখানে বৃদ্ধাশ্রমের আবাসিকরাই মুখ্য অতিথি। বৃদ্ধ, বৃদ্ধা আবাসিকরা এদিন অনুষ্ঠান  উপভোগ করলেন। এই অনুষ্ঠানে কোনো ভিআইপি নেতা বা সমাজের অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি এদিন আমন্ত্রিত হননি।প্রত্যেক আবাসিকদের দুপুরে খাওয়ানোর পাশাপাশি নতুন বস্ত্র ও উপহার তুলে দেওয়া হয়।ওখানকার ৬০ জন বৃদ্ধ ও বৃদ্ধাদের  জামা ও কাপড় সেই সাথে ১২ জন মেয়েদের বই, স্কুল ব্যাগ, খাতা পেন ইত্যাদি দেওয়া হয়েছিলো। উপস্থিত সকলে প্রয়াত শিক্ষকের জীবন পর্যলোচনা করেন। আবৃত্তি ,গান পরিবেশিত হয়। এদিন উপস্থিত ছিলেন  আশ্রম এর সম্পাদক অনুপম দাস, প্রয়াত আলোক বাবুর স্ত্রী সাথী রায়, মেয়ে,পুত্রবধু ও পরিবার। এছাড়াও সপ্তিক দাস, সমির মাজি, শান্তনু চৌধুরী, কুসুম সামন্ত সহ অন্যান্যরা।  


প্রয়াত শিক্ষক আলোক বাবুর পরিবার জানায়, আমরা আজ ভীষণ গর্বিত। এতগুলো অপরিচিত মানুষের সবাই যেন আমাদের কত চেনা, বড়ো আপনজন মনে হল।  আজকের দিনটাকে চির স্মরণীয় করে রাখতে সময় পেলেই এই আবাসিকদের সঙ্গে কাটিয়ে যাব।বৃদ্ধাশ্রমের পক্ষে  বলেন, আমাদের এই বৃদ্ধাবাসে আবাসিকদের নিয়ে এই  অনুষ্ঠান  এক অভিনব উদ্যোগ।আবাসিকরা  সকলেই অভিভূত।