নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম......."একটি গাছ মায়ের নামে"/"মায়ের নামে একটি গাছ" এই আহ্বানকে সামনে রেখে চারাগাছ রোপণ অনুষ্ঠান সম্পন্ন হলো ঝাড়গ্রাম জেলার পদিমা জনকল্যান বাণীপীঠ উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে। মা এব…
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম......."একটি গাছ মায়ের নামে"/"মায়ের নামে একটি গাছ" এই আহ্বানকে সামনে রেখে চারাগাছ রোপণ অনুষ্ঠান সম্পন্ন হলো ঝাড়গ্রাম জেলার পদিমা জনকল্যান বাণীপীঠ উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে। মা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা, মাতৃত্ব, ভালোবাসা, ত্যাগ এবং যত্নকে এর মাধ্যমে বোঝানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামানন্দ বরম মহাশয় জানান, " আমরা বাচ্চাদের মনে প্রকৃতির প্রতি একটা দায়বদ্ধতা মানসিক বিকাশের চেষ্টা করছি। তাই এক্ষেত্রে বাচ্চাদের মায়েদের পাশে থাকাটা জরুরি।
আমাদের মা যেমন আমাদের জীবনের ভালোবাসা, প্রেরণা ঠিক তেমনি এই গাছটিও একদিন বড়ো হয়ে আমাদের ছায়া দেবে, অক্সিজেন দেবে এককথায় আমাদের জীবন দেবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে।
সেই জন্যই আমরা শুধু ছাত্রছাত্রীদের নিয়ে নয়, আমরা ছাত্রছাত্রীদের মায়েদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। উনাদের উপস্থিতিতেই আমাদের আজকের এই প্রচেষ্টা কিছুটা হলেও সফলতা অর্জন করেছে।
বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা ও অন্যান্য শিক্ষাকর্মীবৃন্দের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামের একটা সুন্দর সমাপ্তি করতে পেরেছি। বাচ্চাদের সার্বিক বিষয়ের উপর গুরুত্ব দিয়েই আগামীদিনে যদি আরও এমন কিছু জিনিস করা যায় সেদিকে আমাদের নজর থাকবে। " বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।