নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর....বিপদে আপদে সবসময় মানুষের পাশে দাঁড়ানো,মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী অনয় মাইতির ৫৩ তম জন্মদিন উপলক্ষ্যে অনয় মাইতি ফ্রেন্ডস অ্যান্ড লাভার্স ফর লাইফ-এর উদ্যোগে বিগত বছর গুলোর মতো এবারেও কর্ণ…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর....বিপদে আপদে সবসময় মানুষের পাশে দাঁড়ানো,মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী অনয় মাইতির ৫৩ তম জন্মদিন উপলক্ষ্যে অনয় মাইতি ফ্রেন্ডস অ্যান্ড লাভার্স ফর লাইফ-এর উদ্যোগে বিগত বছর গুলোর মতো এবারেও কর্ণেলগোলার ভগবতী শিশু শিক্ষায়তনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।
এই শিবিরে নারী পুরুষ মিলিয়ে মোট ৬১ জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে একজন রক্তদাতা এই শিবির থেকে মেদিনীপুর ব্লাড সেন্টারে গিয়ে রক্তদান করে আসেন। পাশাপাশি এদিন অনয় মাইতির পক্ষ থেকে ভগবতী শিশু শিক্ষায়তন ও নবীনাবাগ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি করে 'ওয়াটার পিউরিফায়ার' সংশ্লিষ্ট বিদ্যালয় গুলির কর্তৃপক্ষের হাতে। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে এবং অনয় মাইতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন অংশের কৃতি ব্যাক্তিবর্গ।
উপস্থিত ছিলেন উপ-পৌরপ্রধান অণিমা সাহা ,কাউন্সিলর সৌরভ বসু, সুসময় মুখার্জি, মিতালী ব্যানার্জী, পিপলস্ ব্যাঙ্কের চেয়ারম্যান আশীষ চক্রবর্ত্তী,চিকিৎসক ডাঃ ডি পি দোলাই, আইনজীবী তীর্থঙ্কর ভকত, সমাজকর্মী কুন্দন গোপ, সমাজকর্মী নির্মাল্য চক্রবর্তী, ভগবতী স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন দে, বিদ্যালয়ের সম্পাদক অলক দাস , বিশিষ্ট শিক্ষিকা পাপিয়া চৌধুরী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া , শিক্ষক শান্তনু দে, মৃত্যুঞ্জয় সামন্ত,রক্তদান আন্দোলনের নেতৃত্ব জয়ন্ত মুখার্জি, অসীম ধর, নাট্যকর্মী দুলাল আঢ্য, সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি,সমাজকর্মী সুমন চ্যাটার্জী,সৌরভ চৌধুরী,চয়ন আচার, সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।