অরুন কুমার সাউ, তমলুক : প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন অঞ্চলে কিছুদিন ছাড়া ছাড়া নাবালিকার বিয়ে রুখে দেওয়ার ঘটনা নজরে আসছে। প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা রয়েছে ১৮ বছরের আগে যেন নাবালিকাদের বিয়ে না দেওয়া হয়। একাধিক সচেতনতামূল…
অরুন কুমার সাউ, তমলুক : প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন অঞ্চলে কিছুদিন ছাড়া ছাড়া নাবালিকার বিয়ে রুখে দেওয়ার ঘটনা নজরে আসছে। প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা রয়েছে ১৮ বছরের আগে যেন নাবালিকাদের বিয়ে না দেওয়া হয়। একাধিক সচেতনতামূলক প্রচার সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে নাবালিকার বিয়ে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে নাবালিকাদের পরিবারের অসচেতনতাকেই অনেকাংশে প্রশাসনের পক্ষ থেকে দায়ী করে।
তমলুকের উদয়পুর সমবায় সমিতির হলঘরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তমলুক শাখার এ পি জে আব্দুল কালাম বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে অভীক্ষা কেন্দ্র ভিত্তিক বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভার আয়োজন করা হয়। বাল্যবিবাহের নানান ক্ষতিকারক দিকগুলি বিজ্ঞান কেন্দ্রের শিক্ষকেরা আলোচনা করার পাশাপাশি এই দিন বাল্যবিবাহ প্রতিরোধে স্লাইড শো প্রদর্শনী অনুষ্ঠিত হল।এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন তমলুক বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক বিষ্ণুপদ বাসুলী , নন্দকুমার বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পবিত্র কুমার ভক্তা , নন্দকুমার বিজ্ঞান কেন্দ্রের সদস্য তাপস কুমার মাইতি সহ আরো অনেক শিক্ষক-শিক্ষিকা ।