অরুণ কুমার সাউ, তমলুক : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ দিবস উদযাপিত হল আজ তমলুকের নানান স্থানে। তমলুকের রাজবাড়ি এলাকায় নজরুলের মূর্তিতে সকালেই এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ জড়ো হয়ে মাল্যদান ওনজরুল সঙ্গীত পরিবেশনে…
অরুণ কুমার সাউ, তমলুক : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ দিবস উদযাপিত হল আজ তমলুকের নানান স্থানে। তমলুকের রাজবাড়ি এলাকায় নজরুলের মূর্তিতে সকালেই এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ জড়ো হয়ে মাল্যদান ওনজরুল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করেন।
উপস্থিত ছিলেন তরুণ ঘোড়াই, শিক্ষক তপন কুমার জানা, রতন কুমার প্রামানিক, প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ই প্রমূখ। উদ্যোক্তারা বলেন বছরব্যাপী নজরুল ইসলামের জীবনী ও কৃষ্টি নিয়ে চর্চার উদ্দেশ্যে নানান কর্মসূচি গ্রহণ করা হবে।
এছাড়াও তমলুকের রণসিঙ্গা সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে নির্মিত নজরুল ইসলামের মূর্তিতে সকালে মাল্যদান কর্মসূচি সংগঠিত হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকের চাঠরা কুঞ্জ রানী বাণী ভবনের উদ্যোগেও ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষা বৃন্দ নজরুলের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।