Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলায় জেলাশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হল নজরুল প্রয়াণ দিবস পালন অনুষ্ঠান

বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক সভাগৃহে শুক্রবার অনুষ্ঠিত হলো নজরুল প্রয়াণ দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু কুমার মাজী; জেলাশাসক, পূর্ব মেদিনীপুর, শৌভিক চট্টোপাধ্যায়,  অতিরিক্ত জেলাশাসক (সা…


বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক সভাগৃহে শুক্রবার অনুষ্ঠিত হলো নজরুল প্রয়াণ দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু কুমার মাজী; জেলাশাসক, পূর্ব মেদিনীপুর, শৌভিক চট্টোপাধ্যায়,  অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর অনির্বাণ কোলে,  অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ), পূর্ব মেদিনীপুর; শ্রী দীপেন্দ্র নারায়ণ রায়, মাননীয়  পৌরপ্রধান, তমলুক পৌরসভা;  শ্রী দিব্যেন্দু মজুমদার, মাননীয় মহকুমাশাসক, তমলুক মহকুমা সহ জেলার বরিষ্ঠ আধিকারিকবৃন্দ। মঞ্চে উপস্থিত সকল অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় পুষ্পস্তবক, উত্তরীয়, শিশু কিশোর আকাদেমির 'ছবিতে নজরুল জীবনী' বইয়ের মাধ্যমে।