পূর্ব মেদিনীপুর , তমলুক : পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করলো জেলা প্রশাসন ভবনে। কবিগুরুর মূর্তিতে মাল্যদান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠ…
পূর্ব মেদিনীপুর , তমলুক : পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করলো জেলা প্রশাসন ভবনে। কবিগুরুর মূর্তিতে মাল্যদান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন নেহা ব্যানার্জি, তমলুক মহাকুমা শাসক দিব্যেন্দু মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের আবৃত্তি নাচ গানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। কবিগুরুকে শুধু একটা দিনই স্মরণ করলে হয় না সারা বছর আমাদের মধ্যে রয়েছেন এমনটাই বলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়।